সুদীপ্ত চট্টোপাধ্যায়
কলকাতা পুরনিগমের ইতিহাসে প্রথম মহিলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হলেন রনিতা সেনগুপ্ত। গত ৩০ জুন অবসর গ্রহণ করেন বিদায়ী মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী। তাঁর স্থলাভিষিক্ত হলেন রনিতা।
অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ অভিজ্ঞতার নিরিখেই কলকাতা পুরসভার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আজই কলকাতা পুর নিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব নিয়েছেন রনিতা। নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে তাঁকে স্বাগত জানান পুরনিগমের বিভিন্ন শাখার আধিকারিক ও কর্মীরা। অবশ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাঁকে। এই মুহূর্তে কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে বৃষ্টির ফলে মশাবাহিত রোগ সহ অন্যান্য পতঙ্গ বাহিত রোগ নির্ণয় হচ্ছে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধের ক্ষেত্রে কলকাতার শহর ও শহরতলি এলাকায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। কলকাতা পুরনিগমের ডেঙ্গি ও ম্যালেরিয়া ক্লিনিকগুলির সংস্কার ও আধুনিকীকরণ এবং তার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহের বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই এই ইস্যুতে একাধিক বিক্ষোভ ও রাজনৈতিক প্রতিবাদ তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা, যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
