বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত দক্ষিণী ছবি ‘হরি হরা বীর মল্লু’র ট্রেলার এসেছে প্রকাশ্যে। অনুরাগীদের উপস্থিতিতে মহা সমারোহে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়। কৃষ ও জ্যোতিকা কৃষ্ণা পরিচালিত এই ছবির মুখ্য চরিত্র ‘বীর মল্লু’ হিসেবে অভিনয় করেছেন তারকা অভিনেতা পবন কল্যাণ। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার একাধিক সিনেমা হলে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। কেবল ট্রেলার দেখতেই সিনেমা হলে উপচে পড়েছে দর্শক ও অনুরাগীদের ভিড়। তবে এই সিনেমা হলের তালিকা থেকে বাদ পড়েছে এক নির্দিষ্ট প্রেক্ষাগৃহ। কেন?
দক্ষিণের সংবাদ মাধ্যম ‘123Telugu’-র প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদের আরটিসি এক্স রোডের সন্ধ্যা থিয়েটার এই ছবির ট্রেলার প্রদর্শনী করতে চায়নি। কিন্তু বৃহস্পতিবার সকালে ট্রেলার লঞ্চ দেখার জন্য টিকিট কাটতে বুধবার বিকেল থেকেই দীর্ঘ লাইন পড়তে শুরু করে থিয়েটারের সামনে। পরিস্থিতি সামলাতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে থিয়েটার কর্তৃপক্ষ পুলিশে খবর দিতে বাধ্য হন বলে খবর। এরপর প্রেক্ষাগৃহের সামনে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় যেখানে স্পষ্ট লেখা, ‘হরি হরা বীর মল্লু ট্রেলার বাতিল’। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তের নেপথ্যে অনেকেই মনে করছেন কারণ ‘পুষ্পা ২’ ছবির মুক্তিতে পদপিষ্ট হওয়ার ঘটনা। গত বছর ডিসেম্বরে মুক্তি পায় অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’। এই ছবির প্রিমিয়ার দেখতে সপরিবারে এই সন্ধ্যা থিয়েটারে উপস্থিত ছিলেন দক্ষিণের ‘আইকন স্টার’। কিন্তু বাইরে বেসামাল ভিড় বাড়তে থাকার কথা পুলিশের থেকে শুনে সিনেমার মাঝপথেই প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যান তারকা। তিনি আসবেন শুনেই ভিড় বাড়তে থাকে প্রেক্ষাগৃহে, যা এক সময় সামলানো কঠিন হয়ে দাঁড়ায়।
তাঁকে সামনে থেকে দেখতে অনুরাগীদের স্রোত তাঁর দিকে যেতে গেলে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা, গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন তাঁর ছেলে। ঘটনার পরে গ্রেফতার করা হয় অল্লু অর্জুন ও থিয়েটার কর্তৃপক্ষকে। অভিনেতা পরে জামিনে মুক্তি পান। সর্বসমক্ষে ক্ষমা চান তিনি, আহত বালকের চিকিৎসার দায়িত্বও নেন।
বলাই বাহুল্য, সেই দুর্ভাগ্যজনক ঘটনার কথা মাথায় রেখেই পবন কল্যাণের সিনেমার ট্রেলার প্রদর্শনীর সিদ্ধান্ত বাতিল করে থিয়েটার কর্তৃপক্ষ। ২০২০ সালে এই ছবির শুটিং শুরু হয়। ফলে পাঁচ বছর ধরে এই ছবির অপেক্ষায় অনুরাগীরা। ছবিতে পবন কল্যাণ ছাড়াও দেখা মিলবে ববি দেওলের। আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।