রোজকার ইঁদুর দৌড়ের জীবন থেকে হাঁপিয়ে উঠেছেন কি? এমন এক স্থানে কিছুটা সময় কাটাতে চাইছেন যা কোলাহল থেকে হবে অনেক দূরে। যেখানে গেলেই মনে হবে স্বর্গে এসে পড়েছি। তাহলে আপনার জন্য এমনই এক জায়গার সন্ধান নিয়ে হাজির আমরা।
উত্তরাখণ্ডের নৈনিতালে রয়েছে কাঁচিধাম নামে একটি বিখ্যাত তীর্থস্থান। এখানে প্রতিদিন হাজারেরও বেশি সংখ্যায় তীর্থযাত্রীদের আসতে দেখা যায়। কাঁচি ধাম বাবা নিম কারোলির তপস্থল হিসেবেও বিখ্যাত। শুধু দেশ নয় বিদেশ থেকেও মানুষকে এখানে শান্তির খোঁজে আসতে দেখা যায়। এটি সাধারণত সবসময় মানুষের ভিড়ে ভর্তি থাকে। কিন্তু এই কোলাহল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় চৌসালি বা চৈসালি নামে একটি অভূতপূর্ব পর্যটন স্থল আছে।
চৌসালি তার প্রাকৃতিক সৌন্দর্যে আপনাকে অভিভূত করবে। কাঁচি এবং নৈনিতালের ভিড় থেকে দূরে একদম নির্জনে বেশ কয়েকদিন কাটাতে চৌসালি থেকে সুন্দর স্থান আর দ্বিতীয়টি পাবেন না। পাহাড়ে ঘেরা, ঘন জঙ্গল সঙ্গে সবুজ ঘাসে ভর্তি মাঠ আপনাকে আলাদা অনুভূতি দেবে। তাহলে আর দেরি কেন। ছকে ফেলুন কয়েকদিন ঘুরে আসার প্ল্যান। বেরিয়ে পড়ুন চৌসালির উদ্দেশে।