ধান উৎপাদনে এক নতুন মাইলফলক ছুঁল পশ্চিমবঙ্গ। ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যের কৃষকরা উৎপাদন করেছেন রেকর্ড ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান—যা এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ উৎপাদন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সমাজমাধ্যমে এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “এই অর্জন আবারও প্রমাণ করে যে ধান উৎপাদনে দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম স্থানে রয়েছে।”
তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও কৃষকেরা হার মানেননি। সাইক্লোন ‘ডানা’ এবং একাধিক জেলায় প্রবল বন্যার কারণে চাষবাস ক্ষতিগ্রস্ত হলেও, কৃষকদের অদম্য মনোবল এবং রাজ্য সরকারের কৃষক-সমর্থিত নীতিগুলি এই সাফল্য অর্জনে মুখ্য ভূমিকা পালন করেছে।
মূলত কৃষকদের সহায়তায় রাজ্যে যে একাধিক সরকারি প্রকল্প চালু করা হয়েছে সেই সরকারি উদ্যোগও কৃষকদের এই সাফল্য অর্জনে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেছে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বিমা প্রকল্প,চাষে যান্ত্রিকীকরণ বা আধুনিকীকরণ, খাজনা মকুব, সুফল বাংলার মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষি জাত ও পণ্য সরকারি উদ্যোগে কেনা
এবং ধানের সরকারি ক্রয় নিশ্চিত করাই এই রেকর্ড গড়ার পিছনে মূল চালিকা শক্তি বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর ফাবি, “২০১১ সাল থেকে কৃষিক্ষেত্রে রাজ্যে যে পরিমাণ অগ্রগতি হয়েছে, তা অভাবনীয়। শুধু ধান নয়, ভুট্টা, ডাল, তৈলবীজ এবং সুগন্ধি চালের ক্ষেত্রেও বহু গুণে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।”