শুক্রবার দুপুরে হঠাৎই লালবাজারে অভিনেতা জীতু কমল। কেন? কোনও অঘটন? কোন সমস্যায় জড়ালেন পর্দার সত্যজিৎ রায়? শুরু কানাঘুঁষো। তবে মুহূর্তেই পরিষ্কার হল কারণ। কলকাতা পুলিশের সদর দফতরে এক বিশেষ কারণে পৌঁছেছিলেন অভিনেতা। কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মার হাতে তুলে দিতে এসেছিলেন নতুন বই ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’।
গত বছর জুলাই মাস নাগাদই মুক্তি পায় দুলাল দে পরিচালিত ছবি ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। মুখ্য চরিত্রে অর্থাৎ অরণ্য চটোপাধ্যায় হিসেবে দেখা মিলেছিল জীতুর। যিনি পেশায় একজন ডাক্তার ও গোয়েন্দা। সেই ছবির গল্প থেকেই এ বার প্রকাশিত হয়েছে একটি বই। একই নামের সেই বইয়েরই প্রকাশ অনুষ্ঠান ছিল শুক্রবার, লালবাজারে। পুলিশ কমিশনারের হাতে বই তুলে দিলেন অভিনেতা, সঙ্গে অবশ্যই ছিলেন পরিচালক লেখক দুলাল দে, ছিলেন ডেপুটি কমিশনার অলোক সান্যালও। পুলিশ কমিশনারের থেকে কিছু ‘টিপস’ও নিয়েছেন জীতু, জানা গেল তেমনই।
বাংলা গোয়েন্দা সাহিত্যের দুনিয়ায় তবে এবার নয়া সংযোজন, অরণ্য চট্টোপাধ্যায়। খবর, খুব শীঘ্রই ফের পর্দায় ফিরবে অরণ্য চট্টোপাধ্যায়। চলছে প্রস্তুতি, দ্বিতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ। ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ ছবিতে জীতু ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছিল শিলাজিৎ মজুমদার, সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, রাফিয়াৎ রাশিদ মিথিলা সহ একাধিক শিল্পীকে।
ছু মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন জীতু। প্রথম ছবিতে স্পষ্ট বইয়ের প্রচ্ছদ। এরপরে একটি ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন পুলিশ কমিশনারের সঙ্গে। ক্যাপশনে লিখেছেন, ‘অরণ্য চ্যাটার্জি। পাতায় পাতায়।’ অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গৃহপ্রবেশ’ ছবিটি যেখানে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। এছাড়া ছোটপর্দায় তিনি কাজ করছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। এবার বইয়ের পাতাতেও তিনি। ফলে সব মিলিয়ে জীতুর কেরিয়ারে যে এখন দারুণ অধ্যায় চলছে। আপাতত দর্শকও মুখিয়ে অরণ্য চট্টোপাধ্যায়কে ফের পর্দায় দেখার জন্য।