বহুদিনই প্রেম ভেঙেছে অভিনেতা অর্জুন কাপুরের। নতুন কোনো সম্পর্কের গুঞ্জনও শোনা যায়নি। কিন্তু এবার তাঁরই পরিবারে সানাই বাজতে চলেছে। তাহলে কি চুপিসাড়ে বিয়ে সারছেন অভিনেতা? ব্যাপারটা ঠিক তা নয়। আসলে এবার হাতে বিয়ের মেহেন্দি পরে সাত পাক ঘুরবেন তাঁর বোন অংশুলা কাপুর। নিজেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে জানালেন তাঁর বাগদানের কথা। হবু বর তাঁর দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্কর।
ডেটিং অ্যাপে আলাপ, শুরু কথাবার্তা… ধীরে ধীরে প্রেম, ভালবাসা, যা এবার পরিণতি পাবে বিয়েতে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে বনি-কন্যা লেখেন, ‘এক মঙ্গলবার রাত ১.১৫-এ আমরা কথা বলা শুরু করি যা শেষ হয় ভোর ৬টায়। এবং কোনও এক কারণে তখনই মনে হয়েছিল যে এটা খুব গুরুত্বপূর্ণ কিছু একটার শুরু।’ তিনি লিখে চলেন, ‘৩ বছর পর, আমার প্রিয় শহরে, সেন্ট্রাল পার্কের এক দুর্গের সামনে ও আমাকে বিয়ের প্রস্তাব দিল। ভারতীয় সময় রাত ১.১৫-এ। গোটা দুনিয়া যেন ক্ষণিকের জন্য থেমে গেল ওই মুহূর্তের জাদু উপভোগ করতে।’
অংশুলা নিজেই জানিয়েছেন তিনি কখনও রূপকথায় বিশ্বাস করতেন না, কিন্তু এই মুহূর্তটা ছিলই একেবারে আলাদা। ভালবাসার মানুষ এত ভেবেচিন্তে, নিজের সবটা দিয়ে এক বিশেষ মুহূর্তের আয়োজন করলে, ‘হ্যাঁ’ না বলে কি আর থাকা যায়? ছবিতে দেখা যায় হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে আংটি পরিয়ে দিচ্ছেন রোহন। পোস্টের কমেন্ট বক্স ভরেছে শুভেচ্ছাবার্তায়। জাহ্নবী কাপুর, খুশি কাপুরও ‘বোনের বিয়ে’র খবরে উচ্ছ্বসিত। অবশ্যই আবেগঘন অংশুলার দাদা, অভিনেতা অর্জুন কাপুরও। লেখেন, ‘আজ মা-কে একটু বেশিই মিস করছি।’ অংশুলার পোস্টে তাঁর হিরের এনগেজমেন্ট রিং-এর ছবিও নজর কেড়েছে সকলের। অংশুলা রোহনকে তাঁর ‘সবচেয়ে ভালো বন্ধু’, ‘নিরাপদ স্থান’ এবং ‘নিজের মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন।
অংশুলা কাপুর অভিনেতা-প্রযোজকদের পরিবারের সদস্য হলেও অভিনয় পা রাখেননি তিনি। অংশুলা পেশায় একজন উদ্যোক্তা এবং বডি পজ়িটিভিটি এবং মানসিক স্বাস্থ্য প্রবক্তা। ফ্যানকাইন্ড নামক এক ফান্ড রেজ়িং প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা তিনি।