ভোটমুখী বিহারে যুযুধান শাসক-বিরোধী। মহিলা ভোট কুক্ষিগত করতে এবার নয়া কৌশল কংগ্রেসের। বিহারে প্রায় ৫ লক্ষেরও বেশি মহিলাকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। অক্ষয় কুমার অভিনীত বলিউড সিনেমা ‘প্যাডম্যান’ থেকে অনুপ্রাণিত হয়ে ভোট টানার কৌশল হাত শিবিরের। যদিও ন্যাপকিনের প্যাকেটে থাকা রাহুল গান্ধির ছবি নিয়েই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। কংগ্রেসের বিরুদ্ধে মহিলাদের অপমানের অভিযোগ তুলল বিজেপি।
বিহারে ক্ষমতায় এলে নারী সুরক্ষায় জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। বিহারের কংগ্রেস সভাপতি রাজেশ কুমার সাংবাদিক সম্মেলনে সে কথা ঘোষণা করেন। সেইমতো প্রিয়দর্শিনী উড়ান যোজনার আওতায় মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা বাড়াতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছে কংগ্রেস। গোলাপি রঙের সেই প্যাকেটে রয়েছে রাহুল গান্ধির ছবি। স্রেফ তাই নয়, বিহারে ভোটে জিতলে বঞ্চিত পরিবারগুলির মহিলাদের কংগ্রেসের তরফে মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও লেখা রয়েছে ওই প্যাকেটে।
যদিও কংগ্রেসের এই উদ্যোগ নিয়ে তুমুল সমালোচনায় নেমে পড়েছে বিজেপি। কংগ্রেসকে নারী-বিরোধী বলে তোপ বিজেপির। দলের সর্বভারতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি এক্স হ্যান্ডেলে লেখেন, “স্যানিটারি প্যাডে রাহুল গান্ধির ছবি দিয়ে মহিলাদের অপমান করছে কংগ্রেস। রাজ্যের মহিলারা কংগ্রেস ও আরজেডি-কে উচিত শিক্ষা দেবে।” পাল্টা মহিলা কংগ্রেসের সভাপতি অলকা লাম্বা বলেন, “বিজেপি আজীবনই নারী-বিরোধী। ক্ষমতায় থেকে বিজেপির যা করা উচিত ছিল, সেটাই আজকে মহিলা কংগ্রেস করছে।”
চলতি বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে মহিলা ভোটারদের মন জয়ে ঝাঁপাচ্ছে রাজনৈতিক দলগুলি। ক্ষমতায় এলে বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’ মহিলাদের মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, অভাব-অভিযোগ শুনতে প্রায় ২ কোটি মহিলার কাছে সরাসরি পৌঁছতে ‘মহিলা সংবাদ’ প্রকল্প চালু করেছে নীতিশ কুমারের সরকার