অবশেষে মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গেল রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নের বিল। বৃহস্পতিবার ২১৮-২১৪ ভোটে অর্থাৎ মাত্র চারটি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ৪ জুলাই প্রেসিডেন্টের সই হলেই মার্কিন সেনেটে ওই বিল আইনে পরিণত হয়ে যাবে। ট্রাম্প ওই আইনের নাম দিয়েছেন ‘বিগ বিউটিফুল’।
বিলটি পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘এই প্রথমবার এমন একটি বিল পাশ হল। এই স্বপ্নের বিল আইনে পরিণত হওয়ার পর গোটা বিশ্বে আমেরিকার উন্নতির ধারে কাছে আর কাউকে দেখা যাবে না।’ বিল পাশ হয়ে যাওয়ার পর সকলকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, প্রায় ৮৬৯ পাতার বিলটি ইতিমধ্যেই প্রেসিডেন্টের দফতরে পৌঁছে গিয়েছে। আমেরিকার স্বাধীনতা দিবসে অর্থাৎ শুক্রবারই তাতে স্বাক্ষর করবেন ট্রাম্প।
ট্রাম্পের ঘোষণা ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’টি হল কর ও সরকারের ব্যয় সঙ্কোচের জন্য। কিন্তু ব্যয় সঙ্কোচ যে সমস্ত খাতে করা হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক। বলা হচ্ছে, বিল অনুসারে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলির স্বাস্থ্যবিমায় ছাঁটাই করে আসলে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য থেকে এয়ার ডিফেন্স সিস্টেম, গোল্ডেন ডোম এবং স্পেস প্রোগ্রামকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এত সহজে এই বিল পাশ হওয়া বেশ কঠিন বলে মনে করছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কারণ মনে করা হচ্ছিল, এই বিল নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে যেতে পারেন রিপাবলিকান সদস্যরা। এমনকা খোদ ট্রাম্পের ‘বন্ধু’ ইলন মাস্ক যখন সোমবার এই নিয়ে আলোচনা করেন তখন শুরুতেই ট্রাম্পের বিরুদ্ধে বলেন। মাস্কের যুক্তি ছিল, এই বিলে আমেরিকার ঋণের অঙ্ক বাড়বে, জনকল্যাণমুখী প্রকল্পগুলি ধাক্কা খাবে।
বিলটিতে কর সংস্কারের পাশাপাশি প্রতিরক্ষা খাতে বিরাট অংকের টাকার যোগান রাখা হয়েছে। একইভাবে অবৈধবাসী সরানোর অভিযানেও খরচ করা হবে বড় অঙ্কের টাকা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্লিন এনার্জি ট্যাক্স ক্রেডিটকে বাতিল করে তার বদলে ট্রাম্প মুদ্রাস্ফীতি হ্রাস আইন (ইনফ্লামেশন রিডাকশন এক্ট ) এনেছেন।
বিলে আরেক বিতর্কিত বিষয় হল, নিম্ন আয়ের ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ফেডারেল স্বাস্থ্যবিমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাবও রয়েছে। ফলে ইতিমধ্যেই ওই বিল নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে আমেরিকা জুড়ে।
এছাড়া বিলে এয়ার ডিফেন্স সিস্টেম গোল্ডেন ডোম, স্পেস প্রোগ্রামের জন্য প্রচুর আর্থিক সাহায্য বৃদ্ধি মঞ্জুর করা হয়েছে।