সদ্যই নরওয়ে ওপেনে ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন ভারতের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ। এর পরেও তাঁকে শুনতে হয়েছে প্রতিপক্ষের কটাক্ষ। গ্র্যান্ড চেস টুরের জাগ্রেব পর্বের চলতি ‘সুপার ইউনাইটেড র্যাপিড ২০২৫’ টুর্নামেন্টের আগে তাঁকে ‘দুর্বল’ বলে কটাক্ষ করেছিলেন কার্লসেন। এ বার সেই ‘দুর্বল দাবাড়ু’র চালেই কিস্তিমাত হলেন নরওয়ের পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন। যার জেরে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ প্রশ্ন তুলে দিলেন ম্যাগনাসের আধিপত্য নিয়েই।
‘সুপার ইউনাইটেড র্যাপিড ২০২৫’ টুর্নামেন্টের শুরুতে পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার দুদারের কাছে প্রথম রাউন্ড হারলেও তার পর পরপর দু’ রাউন্ড জিতে কার্লসেনের সমান পয়েন্টে দাঁড়িয়েছিলেন গুকেশ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কার্লসেনের কাছে তৃতীয় রাউন্ড হারলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়তেন তিনি। তবে এর থেকেও তাৎপর্যপূর্ণ যে বিষয়টি তা হল, চলতি প্রতিযোগিতা শুরুর আগে ভারতীয় দাবাড়ু সম্পর্কে কার্লসেন বলেছিলেন, “গুকেশ ভাল প্লেয়ার ঠিকই। তবে ওকে প্রমাণ করতে হবে যে ও এই ফরম্যাটে সেরা প্লেয়ার। ওকে আমি টুর্নামেন্টর অন্যতম ‘দুর্বল প্লেয়ার’ হিসেবেই মনে করছি।” সেই ‘দুর্বল প্লেয়ার’ই বৃহস্পতিবার শুধু যে একটি সহজ জয় ছিনিয়ে নিলেন তাই নয়, একইসঙ্গে ৬৪ খোপের দুনিয়ায় প্রশ্নের মুখেই ফেলে দিলেন কার্লসেন-সাম্রাজ্যকে।
বৃহস্পতিবার কার্লসেনের বিরুদ্ধে জয়ের সুবাদে জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে উঠে এলেন গুকেশ। এর পরই কার্লসেনকে নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা গেল রাশিয়ার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন, “এখন আমরা ম্যাগনাসের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলতে পারি। এটি শুধু যে গুকেশের বিরুদ্ধে তাঁর দ্বিতীয় হার, তাই নয়। বরং একটি উল্লেখযোগ্য হার।” এরই সঙ্গে যোগ করেন, “এই ফলাফল কোনও বিস্ময়কর ঘটনা নয়। ম্যাগনাস যে সমস্ত মারাত্মক ভুল করেছে, তারই ফায়দা তুলেছে গুকেশ। এই ম্যাচ ছিল একটি বড় লড়াই। আর তাতে ম্যাগনাস পরাজিত।”