ট্রেড ডিল অর্থাৎ বাণিজ্য চুক্তি নিয়ে কোনও ডেডলাইনের পিছনে ছুটছে না ভারত। তবে নয়াদিল্লির শর্তেই এই চুক্তি হবে বলে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। শোনা যাচ্ছে, আগামী ৯ জুলাই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে পারে ভারত। তাৎপর্যপূর্ণভাবে সেদিনই আমেরিকার দেওয়া ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে। ফলে দু দেশের বাণিজ্য চুক্তির দিকে নজর রয়েছে সবার। তার আগেই কেন্দ্রীয়মন্ত্রীর বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে পীযূষ গোয়েল বলেন, নিউজিল্যান্ড, ওমান, আমেরিকা, চিলি এবং পেরুর মতো একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে চুক্তি তখনই হবে যখন দুপক্ষই উপকৃত হবে। তাঁর কথায়, একটা চুক্তি তখনই হওয়া সম্ভব, যখন সবপক্ষের শর্ত বজায় থাকবে।
মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ভারতের জাতীয় স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সে কথা মাথায় রেখেই সকল চুক্তি করা হয়। এছাড়াও আরও বলেন, ভারত সবসময় উন্নততর দেশের সঙ্গে চুক্তি করতে চায়। তবে টাইমলাইনের উপর ভিত্তি করে যে কোনও চুক্তি ভারত করে না তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। উল্লেখ্য, সম্প্রতি ভারতের একটি টিম ওয়াশিংটনে আলোচনা সেরে ফিরেছে। সেখানে দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলেই দাবি। জানা গিয়েছে, কৃষি, অটো সহ একাধিক সেক্টর নিয়ে জটিলতা রয়েছে। সে বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, চলতি বছরের ২ এপ্রিল পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো ২৬ শতাংশ শুল্ক ভারতের উপর চাপানো হয়। যদিও তা কার্যকর হওয়ার আগেই তাতে স্থগিতাদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। ৯০ দিনের ছাড় দেওয়া হয়। আর সেই ছাড় শেষ হচ্ছে আগামী ৯ তারিখ। প্রকাশিত খবর অনুযায়ী, নতুন করে সময়সীমা বাড়ানোর পক্ষে নন ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় এদিনের গোয়েলের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ভারত যে কোনও ডেডলাইনের পক্ষে নয় তা স্পষ্ট কেন্দ্রীয়মন্ত্রীর বক্তব্যে। এই অবস্থায় আগামী ৯ জুলাইয়ের মধ্যে চুক্তি হওয়া নিয়ে একটা জল্পনা রয়েছে।