আগামী ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। তার আগেই ফের একবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী ১৮ জুলাই বাংলায় আসবেন তিনি। কলকাতা বিমানবন্দরের কাছে দমদম সেন্ট্রাল জেলের মাঠে এই জনসভা হতে পারে। দিল্লির তরফে এহেন বার্তা পাওয়ার পরেই ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে সাতজনের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গোটা প্রস্তুতির দায়িত্বে থাকবে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।
বছর ঘুরলেই বঙ্গ বিধানসভা নির্বাচন। এবারও বঙ্গ দখলে ঝাঁপাচ্ছে মোদী-শাহ কোং। ইতিমধ্যেই রাজ্য সভাপতি পদে রদবদল করা হয়েছে। শমীক ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির ব্যাটন। বড় চ্যালেঞ্জ তাঁর সামনে। এই অবস্থায় বিজেপির নতুন রাজ্য সভাপতিকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন সেদিকেই নজর সবার।
বিশেষ করে কসবা গণধর্ষণ কান্ডে উত্তাল কলকাতা সহ বাংলা। তা নিয়ে কোনও বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কিনা সেদিকেও নজর থাকবে। বলে রাখা প্রয়োজন, চলতি বছরের মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই সভা থেকে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান। ২৬ এর বিধানসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন মোদী। এবার সভা দক্ষিণবঙ্গে। তবে মোদী কোনো সরকারি কাজে রাজ্যে আসছেন নাকি স্রেফ রাজনৈতিক সভা করতে,তা এখনও স্পষ্ট নয়।