বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল শহরের ১৬ নম্বর ওয়ার্ডে ঘটে গেল বড়সড় রাজনৈতিক নাটক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক কর্মী ও সমর্থক দল ছেড়ে সিপিএমে যোগ দিলেন। আর তার সঙ্গেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উড়ে গেল সিপিএমের লাল পতাকা।
২০২১ সালের পর যে পার্টি অফিস তৃণমূলের দখলে ছিল, বৃহস্পতিবার রাতেই সেটির নিয়ন্ত্রণ ফিরে পেল সিপিএম। ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন যোগদানকারীদের হাতে তুলে দেওয়া হয় সিপিএমের পতাকা।
যোগদানকারীদের অভিযোগ, ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বুথ সভাপতি ও স্থানীয় বিধায়ক জাফিকুল ইসলামের দাদা জাহাঙ্গির মণ্ডলের নেতৃত্বে একের পর এক দুর্নীতি চলছে। বিশেষ করে আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে ঘুষ, কাটমানি এবং পক্ষপাতের অভিযোগ তোলা হয়েছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গির মণ্ডল। তাঁর বক্তব্য, “এই মানুষগুলো কখনও তৃণমূল করতো না। এখন মিথ্যা অভিযোগ তুলে প্রচারমাধ্যমে প্রচার চাইছে।” সিপিএমের দাবি, এই যোগদান শাসক দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভের ইঙ্গিত। মোস্তাফিজুর রহমান জানান, “এই দলবদল প্রমাণ করছে, মানুষ ভরসা হারাচ্ছে তৃণমূলের উপরে। আগামিদিনে এর প্রভাব আরও বাড়বে।”
এই দলবদলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। লোকসভা নির্বাচনেও এই ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ছিল। ২০২৬-এ সেই ফল হবে কি?