স্বাধীনতা দিবসে বিপর্যস্ত আমেরিকার টেক্সাস। হড়পা বানে ভেসে গেলেন শতাধিক মানুষ। তার মধ্যে রয়েছে ২৩ পড়ুয়া। আমেরিকার টেক্সাসের এই ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে। জানা গেছে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার দক্ষিণ-পশ্চিম অঞ্চল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে বৃষ্টির জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। নেমে আসা হড়পা বানে ভেসে যান স্থানীয় বহু মানুষ, ভেসে যায় বাড়িঘর, রাস্তাঘাট। নদীর ধারে সামার ক্যাম্পে এসেছিল একটি স্কুলের পড়ুয়ারা। হঠাৎ হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যায় অনেকেই। এখনও পর্যন্ত নদী থেকে ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিখোঁজ বহু। মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা স্থানীয় প্রশাসনের। বৃষ্টি চলতে থাকায় নদীতে ফের হড়পা বান আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী জায়গাগুলোয় না-যাওয়ার পরামর্শ দিচ্ছে টেক্সাস প্রশাসন।
শুক্রবার ছিল আমেরিকার ২৪৯তম স্বাধীনতা দিবস। ছুটিতে অনেকেই নদীর ধারে ঘুরতে আসেন। কিন্তু হঠাৎ নেমে আসা এই বিপর্যয়ে ফিকে হয়ে গিয়েছে স্বাধীনতার দিবসের স্বাদ। প্রশাসনের তরফে আপাতত বাতিল করতে হয়েছে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান।
যদিও নিখোঁজ পড়ুয়াদের নিয়ে আশার আলো দেখছে স্থানীয় প্রশাসন। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, “এখনও পড়ুয়াদের মৃত্যু নিয়ে আমরা নিশ্চিত নই। মনে করা হচ্ছে, ওই পড়ুয়ারা হয়ত প্রাণ বাঁচাতে গাছের উপর আশ্রয় নিয়েছে।” পড়ুয়াদের খোঁজ পেতে উদ্ধারকার্যে নামানো হয়েছে ৫০০ জনকে। টেক্সাস প্রশাসন জানিয়েছে, পড়ুয়াদের খোঁজ পেতে আকাশ থেকে খোঁজ চালাচ্ছে হচ্ছে ১৪টি হেলিকপ্টার। যদিও যে ভাবে এক এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে তাতে উদ্ধারকার্য কিছুটা বাধাপ্রাপ্ত।
Leave a comment
Leave a comment