যুগ পেরোলেও প্রকৃত বিচার আজও পাননি সুঁটিয়ার ‘মাস্টারদা’

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp সুদীপ্ত চট্টোপাধ্যায় ৫ জুলাই, ২০১২ । আজ থেকে ঠিক ১৩ বছর আগের এক রাতের ঘটনা। গোবরডাঙ্গা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে থামে আপ বনগাঁ লোকাল। ট্রেন থেকে নামেন মিত্র ইনস্টিউশনের বাংলার শিক্ষক।অন্যদিন স্টেশনে তাঁকে নিতে আসেন অনেক বন্ধু। কারণ গোটা গ্রাম এই শিক্ষকের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। … Continue reading যুগ পেরোলেও প্রকৃত বিচার আজও পাননি সুঁটিয়ার ‘মাস্টারদা’