Welcome to Jazzbaat 24 Bangla   Click to listen highlighted text! Welcome to Jazzbaat 24 Bangla

গাভাসকরের সঙ্গে একাসনে ক‍্যাপ্টেন গিল, প্রথম ইনিংসে ডবলের পর দ্বিতীয় ইনিংসে আবার সেঞ্চুরি!

❤️ Like 🔄 Share 👁️ 441 Views Share on WhatsApp একা পন্থে রক্ষা নেই, গিল দোসর। নাকি ভুল হল কথাটা? অন্তত চলতি টেস্টের পরিপ্রেক্ষিতে লাইমলাইটের সিংহভাগ তো ভারত অধিনায়কেরই প্রাপ্য। প্রথম ইনিংসে ২৬৯ এর পর এজবাস্টনের দ্বিতীয় ইনিংসে ফের সেঞ্চুরি। এতদিন সুনীল গাভাসকারই ছিলেন ভারতের একমাত্র ব‍্যাটার, একই টেস্টের দুটি ইনিংসে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি … Continue reading গাভাসকরের সঙ্গে একাসনে ক‍্যাপ্টেন গিল, প্রথম ইনিংসে ডবলের পর দ্বিতীয় ইনিংসে আবার সেঞ্চুরি!

Click to listen highlighted text!