২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ককটেল’। সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, ডিয়ানা পেন্টি অভিনীত ত্রিকোণ প্রেমের সেই ছবি বেশ পছন্দ করেছিলেন দর্শক। এর প্রায় ১৩ বছর পর ছবির সিক্যুয়েলের গুঞ্জনে সিলমোহর দিলেন নির্মাতারা। খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।
গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। তবে এই উত্তেজনার পারদ চড়েছে ‘ককটেল’ পরিচালক হোমি আদাজানিয়ার স্ত্রী, সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদাজানিয়ার একটি পোস্ট ঘিরে। শনিবার তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে ‘ককটেল ২’ ছবির স্ক্রিপ্টসের ছবি পোস্ট করেন। ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘প্রস্তুতি শুরু হোক তবে।’ ইঙ্গিত পরিষ্কার, দ্রুত শুরু হচ্ছে শ্যুটিং। যদিও আর কোনও তথ্য দেওয়া হয়নি নির্মাতাদের তরফে। বলিউড সূত্রে খবর, এবারের ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রশ্মিকা মান্দানাকে। তবে তাঁদের নামে সিলমোহর পড়ে গেছে নাকি কেবল প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে খোলসা করা হয়নি।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
কৃতি শ্যানন, যাঁকে মুখ্য চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে, সম্প্রতি ‘তেরে ইশক মে’ ছবির শ্যুটিং শেষ করেছেন। সেই ছবির পরিচালনা করছেন আনন্দ এল রাই ও কৃতিকে দেখা যাবে ধনুষের বিপরীতে। ‘রাঞ্ঝনা’র ধারা অব্যাহত রেখেই এই ছবির ঘোষণা করা হয়েছিল যা চলতি বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে রশ্মিকা মান্দানার একাধিক কাজ এই বছর মুক্তি পাওয়ার কথা। ধনুষ ও নাগার্জুনের সঙ্গে ‘কুবেরা’ মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। তার সঙ্গে ‘মাইসা’ নামক অ্যাকশন থ্রিলারের ঘোষণা করেন অভিনেত্রী।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এছাড়া বলিউড হিট ছবি, রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’-এও তাঁকে দেখা যাবে। শাহিদ কাপুরকে শেষ দেখা গিয়েছিল ‘দেবা’ নাম ছবিতে, যার পরিচালনা করেছিলেন রোশন অ্যান্ড্রুজ। শাহিদ ও কৃতি ইতিমধ্যেই ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে জুটি বেঁধে ফেলেছেন। অগাস্টেই ছবির শ্যুটিং শুরু হতে পারে। ১৩ বছর পর এই রম-কম ছবি ফেরত আসার খবরে বেশ উত্তেজিত ফ্যানেরা।