খবর মিলেছিল আগেই। বক্স অফিসে সফল ‘প্রজাপতি’র সিক্যুয়েল তৈরি করবেন অভিনেতা প্রযোজক দেব। দিন দুই আগে সপরিবারে উড়ে গেছেন লন্ডনে। আজ সেখান থেকেই পোস্ট করলেন ছবি। শ্যুটিং শুরু হলো ‘প্রজাপতি ২’। এবারেও থাকছেন মিঠুন চক্রবর্তী।
বাংলা ফিল্ম দুনিয়ায় ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করে চলেছেন দেব। মূলধারার ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন অভিনেতা। হাত দেন প্রযোজনায়। সম্প্রতি ৮ বছর পূর্ণ করল তাঁর প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেমনেন্ট ভেঞ্চার্স’। তবে বিগত কয়েক বছর ধরেই অন্য ধরনের ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছিল তাঁকে। ‘বাঘা যতীন’, ‘প্রধান’, ‘প্রজাপতি’, ‘টনিক’, ‘গোলন্দাজ’ প্রভৃতি নানা ধরনের ছবিতে তিনি কাজ করেছেন, এবং বলা যায় প্রায় প্রত্যেক ক্ষেত্রেই দর্শকের ভালবাসা পেয়েছেন। অনেক সিনেপ্রেমীর মতে নিজের ভিতরের শিল্পীসত্তাকে আরও শানিয়ে তুলছেন তিনি। তবে ভিনধারার ছবি করলেও এখনও যদি পর্দায় ‘হিরো’ দেবের আবির্ভাব ঘটে, তাহলে প্রেক্ষাগৃহ যে ফেটে পড়ে, তার উদাহরণ ‘খাদান’। ইধিকা পালের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধেন দেব, ছিলেন দ্বৈত চরিত্রে। দেবের সঙ্গে দেখা মেলে যীশু সেনগুপ্তের। বক্সঅফিসে ঝড় তোলে এই বাংলা ছবি।
অন্যদিকে ২০২২ সালে মুক্তি পায় ‘প্রজাপতি’। বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে তৈরি ছবি। বাবার চরিত্রে বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তীকে দেখা যায়। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখেন ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন মমতাশঙ্করও। ডিসেম্বরে মুক্তি পায় এই ছবি। এর ঠিক ৩ বছর পর সিক্যুয়েলের শ্যুটিং শুরু করলেন দেব ও মিঠুন। এদিন রাগবি থেকে নিজেই ছবি পোস্ট করেন দেব। ঈশ্বরের আশীর্বাদ দিয়ে, নারকেল ফাটিয়ে শুরু হয়েছে কাজ। ছবিতে মিঠুন চক্রবর্তী ও পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে দেখা গেল তাঁকে। ক্যাপশনে লিখলেন, ‘ফিরছি আমরা… আজ থেকে শুরু হলো শ্যুটিং। প্রজাপতি ২।’
অন্যদিকে আপাতত মুক্তির অপেক্ষায় ‘ধূমকেতু’। ১২ বছর পর ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে একসময়ের হিট জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি। দীর্ঘদিন আগে ছবির ঘোষণা হলেও বছরের পর বছর মুক্তি আটকে ছিল এই ছবির। এরপরে একসঙ্গে কোনও ছবিতে দেখাও যায়নি দেব ও শুভশ্রীকে। কিন্তু দর্শকের যে ‘মন মানে না’। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আগামী মাসে। ৭ তারিখ মুক্তি পাবে ছবির প্রথম গান। প্রকাশ্যে এসেছে সিনেমার ঝলকও।