বোমা বাঁধা চলা কালীন ভয়াবহ বিস্ফোরণ। বিকট শব্দে পর পর হওয়া বিস্ফোরণে উড়েযায় একাধিক বাড়ির চাল। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌর গ্রামে হওয়া বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তিনজন।পুলিশ এই ঘটনার তদন্তু শুরু করলেও রাজৌর গ্রামের বাসিন্দা মহলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বাসিন্দাদের অনুমান,“হয়তো বালি খাদানের দখল নেওয়ার জন্য গোপনে বোমা বাঁধানো হচ্ছিল“।
বোমা বিস্ফোরণে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা না গেলেও পুলিশ জেনেছে জখম তিনজনের নাম সেখ তুফান চৌধুরী, ইব্রাহিম সেখ ও সফিক মণ্ডল। চিকিৎসার জন্য এই তিনজনকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। জখমরা সকলেই রাজৌর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। রাজৌর গ্রামের বাসিন্দারা বলেন, “বিস্ফোরণের সময় অত্যন্ত বিকট শব্দ হয় । এমন বিকট শব্দ আমরা আগে কখনও শুনিনি। বিস্ফোরণের তীব্রতায় গ্রামের ঘর বাড়ি সব কেঁপে ওঠে”। বিস্ফোরণের পর থেকে গ্রামের মানুষজন আতঙ্কে রয়েছেন বলে বাসিন্দারা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ বিস্ফোরণের বিকট শব্দে কার্যত ঈেঁপে ওঠে রাজৌর গ্রাম।কয়েক সেকেণ্ডের ব্যবধানে পর পর বিস্ফোরণ হয় বিস্ফোরণের তীব্রতায় এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরে যায়।তার মধ্যে একটি বাড়ির দেওয়াল ভেঙে যায়। চালা উড়ে যায় একাধিক বাড়ির। লম্বু শেখ নামে রাজৌর গ্রামের এক মৃত ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে দুস্কৃতীদের দিয়ে তুফান চৌধুরী বোমা বাঁধাচ্ছিল বলে এলাকায় খবর রটেছে।
বোমা বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় কাটোয়া থানার পুলিশ বাহিনী। বিস্ফোরণের কারণ কী, কী ধরনের বিস্ফোরক ছিল, কোথা থেকে সেই সব বিস্ফোরক রাজৌর গ্রামে আনা হয়েছিল তা পুলিশ জানার চেষ্টা করছে। মৃত ও জখমরা ছাড়া আর কেউ বোবা বাঁধার কাছে যুক্ত ছিল কি না ,সে ব্যাপারেও পুলিশ খোঁজ নিচ্ছে। কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক (এস ডি পি ও)কাশিনাথ মিস্ত্রি জানান, বোমা বিস্ফোরণে একজন মারা গেছে। কয়েকজন জখম হবার খবর পাওয়া গেছে।
Leave a comment
Leave a comment