একটুর জন্য সোনা পাননি গত বছরের প্যারিস অলিম্পিকে। পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হেরে সন্তুষ্ট থাকতে হয়েছিল রুপোতেই। তবে এ বার আর হতাশ করলেন না অলিম্পিকে সোনাজয়ী ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। শনিবার নিজের নামাঙ্কিত প্রতিযোগিতাতেই সোনা জিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
নীরজের নামাঙ্কিত প্রতিযোগিতা ‘এন সি ক্লাসিক’ আয়োজিত হয়েছে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। যেখানে নীরজ ছাড়াও অংশ নিয়েছিলেন আরও ৪ ভারতীয়। এছাড়াও অংশ নেন বিভিন্ন বিদেশি তারকা। শেষ পর্যন্ত কেউই হালে পানি পেলেন না নীরজের কাছে। তাঁর ছোঁড়া ৮৬.১৮ মিটারের দূরত্ব ছাপিয়ে যেতে পারেননি কেউই। ৮৪.৫১ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে রুপো জিতেছেন কেনিয়ার জুলিয়াস ইয়োগো।
তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। অন্যদিকে নীরজ ছাড়া আর যে চার জন অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে দু’জন চূড়ান্ত রাউন্ডের যোগ্যতাই অর্জন করতে পারেনি। বাকি দুজন প্রথম তিন রাউন্ডের পরেই ছিটকে যায়। অবশ্য শুরুটা নীরজেরও ভাল হয়নি। শুরুতে সবার শেষে ছিল তাঁর নাম। কিন্তু এরপরই ক্রমে ক্রমে বুঝিয়ে দেন, নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় শুধু সোনা জিততেই এসেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডেই ৮২.৯৯ মিটার ছুঁড়ে প্রথম স্থানে চলে আসেন তিনি। এরপর তৃতীয় রাউন্ডে ৮৬.১৮ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে নিশ্চিত করেন সোনা।