ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর ক্ষত এখনও শুকোয়নি পাকিস্তানের। এরই মাঝে ফের একবার ভারতের বিরুদ্ধে সরব হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের শান্তি বিঘ্নিত করাই নাকি ভারতের লক্ষ্য ছিল বলে মন্তব্য শেহবাজের। পহেলগাঁও হামলাকে ‘অপ্রীতিকর’ বলে উল্লেখ করলেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথায়, পহেলগাঁওয়ের হামলাকে হাতিয়ার করে ভারত নাকি বেপরোয়া ও উসকানিমূলক আচরণ করেছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সীমান্তে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যখন অপারেশন সিঁদুর শুরু করে, সেসময় শেহবাজের দেশের পাশে দাঁড়িয়েছিল আজ়ারবাইজান। সেই আজ়ারবাইজানের মাটিতে দাঁড়িয়েই ইকনমিক কোঅপারেশন অর্গানাইজেশন ওরফে ইসিও-র বৈঠকে ভারতকে দুষলেন শেহবাজ। বন্ধু রাষ্ট্রে দাঁড়িয়ে কাশ্মীর প্রসঙ্গ টেনে আনলেন তিনি। কাশ্মীরের মানুষের প্রতি ভারত দুর্ভাগ্যজনক আচরণ করেছে বলে মন্তব্য পাক প্রধানমন্ত্রীর।
শেহবাজ বলেন, “জম্মু ও কাশ্মীরে একটি দুর্ভাগ্যজনক ঘটনার পরে পাকিস্তানের প্রতি ভারতের অকারণ শত্রুতা করা আসলে আঞ্চলিক শান্তি নষ্ট করার আরেকটি চেষ্টা ছিল।” শুধু ভারতই নয়, গাজা ও ইরানের পাশে দাঁড়িয়ে ইজরায়েলকেও নিশানা করেন শেহবাজ। কাশ্মীরের মতোই গাজা ও ইরানে নিরীহদের খুন করা হয়েছে বলে দাবি পাক প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সবুজে ঘেরা বৈসরন উপত্যকায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয়কে গুলি করে খুন করে জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ ওরফে টিআরএফ। পাক যোগ স্পষ্ট হওয়ার পরেই পাল্টা অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাল্টা সেনাবাহিনী ও সাধারণ মানুষকে টার্গেট করে পাকিস্তান। পরে ডিজিএমও স্তরে বৈঠকের পর যুদ্ধবিরতিতে সায় দেয় দুই দেশ।