কোনওরকম ঘোষণা ছিল না আগে থেকে। কিন্তু অনুরাগীদের চোখ এড়াতে পারেননি বলিউডের ‘ভাইজান’। বেশ কিছুদিন ধরেই একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করে সলমন খানের ফ্যানেরা দিন গুনছিলেন প্রিয় তারকার কামব্যাকের। তাঁদের ডাকে সাড়া দিয়েই আচমকা নিজের আগামী ছবির টিজার পোস্ট করলেন বলিউড তারকা। ফিরছেন তিনি, ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির হাত ধরে। এবার ভারত-চিন সংঘাত ফুটে উঠবে বড়পর্দায়। বলতেই হয়, প্রথম ঝলক বেশ নজরকাড়া।
অপূর্ব লাখিয়ার পরিচালনায় ভারত ও চিন সীমান্তে চলতে থাকা সংঘাতের কাহিনি দেখা যাবে রুপোলি পর্দায়। ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সলমন খানকে, যাঁর প্রথম লুক প্রকাশ পেয়েছে অ্যানাউন্সমেন্ট টিজারেই। প্রকাশ্যে আসা মোশন পোস্টারে দেখা যাচ্ছে তাঁর মুখ ঢেকেছে রক্তে, গোঁফের আভাসও মিলেছে। জানা যাচ্ছে ছবিতে তাঁকে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে, যিনি ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘাতের সময় ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন। হাতে তাঁর কাঁটাতার জড়ানো মুগুর দেখা যায়। দৃঢ়, তীক্ষ্ণ দৃষ্টি।
২০২০ সালের ১৫-১৬ জুনে এই সংঘাত হয়। যার ফলে দুই তরফেই একাধিক প্রাণহানি ঘটে। প্রায় ৪৫ বছর ধরে চলতে থাকা ভারত-চিন সংঘাতে সেই প্রথম প্রাণহানি ঘটে। লাঠি, পাথর এবং হাতের সাহায্য়েই চলে আত্মরক্ষা ও প্রতিপক্ষকে পরাস্ত করতে কারণ ওই জায়গায় আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ। একটিও গুলিবর্ষণ না করে লড়াই করা সেই যুদ্ধের গল্পই দেখা যাবে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় চলে এই লড়াই। শিব আরুর ও রাহুল সিংহের জনপ্রিয় ‘ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস ৩’ বইয়ের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি হচ্ছে। চলতি মাসেই শ্যুটিং শুরু হবে ছবির। শোনা যাচ্ছে লাদাখে শ্যুটিং সারবেন অভিনেতা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে হিমেশ রেশমিয়া।
‘সিকন্দর’ ছবির পর ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার হাত ধরে বড়পর্দায় ফিরবেন সলমন খান। বক্স অফিসে শেষ কয়েকটা ছবিতে তেমন ভাল ফল করতে পারেননি তিনি। এবার কি দেশাত্মবোধক ছবির হাত ধরেই খরা কাটবে তাঁর? তা যদিও সময় বলবে, তবে প্রথম ঝলক যে অনুরাগীদের মন জয় করেছে তা স্পষ্ট।