ট্রাম্পের শুল্ক ছাড় প্রসঙ্গে ফের রাহুলের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ হচ্ছে ট্রাম্পের শুল্ক ছাড়ের বর্ধিত সময়সীমা। এ বিষয়ে এখনো পর্যন্ত ভারত-আমেরিকার মধ্যে আলোচনা শেষ হয়নি। তার আগেই মোদীকে খোঁচা দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বললেন, “আপনারা লিখে রাখুন, ট্রাম্পের শুল্কনীতির কাছে নতিস্বীকার করবেন মোদী।”
গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পণ্যে শুল্কের পরিমাণ ছিল ২৬ শতাংশ। কিন্তু সেই নীতি শুরু হওয়ার আগেই ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ওই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। তার আগেই ভারতের সঙ্গে আমেরিকার নয়া শুল্ক চুক্তি হয়ে যাওয়ার কথা। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে তোপ দেগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন মোদী কখনওই ট্রাম্পের শুল্ক নীতি সংক্রান্ত হুমকির কাছে নতিস্বীকার করবেন না। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, মার্কিন প্রেসিডেন্টের কাছে আমাদের প্রধানমন্ত্রী সব সময়ই নতমস্তক হয়ে থাকেন। এ বারও তার ব্যতিক্রম হবে না।”
সম্প্রতি আমেরিকায় গিয়ে বাণিজ্য চুক্তির খসড়া নিয়ে আলোচনার পরে দেশে ফিরেছে বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজীব আগরওয়ালের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। তার পরেই চুক্তি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর দাবি, মোদী কখনোই মার্কিন শুল্ক নীতির কাছে নতি স্বীকার করবেন না। ভারত নিজের শর্তেই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে বলেও দাবি ছিল গোয়েলের। আর তিন দিন পরেই শেষ হচ্ছে শুল্ক ছাড়ের বর্ধিত সময়সীমা। তার আগে পীযূষের ওই মন্তব্য বিশেষ তাৎপর্যপূণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও রাহুলের দাবি, আমেরিকার চাপের মুখে শেষ পর্যন্ত বাণিজ্য চুক্তি করতে হবে নয়াদিল্লিকে। কারণ প্রধানমন্ত্রী দুর্বল।
Leave a comment
Leave a comment