ভারতের জাতীয় ফুটবল দল কার হাতে পড়তে চলেছে? মানলো মার্কেজের পর কে হতে চলেছেন ভারতের কোচ? ভারতীয় ফুটবলের অবস্থা এখন রীতিমত টালমাটাল। এই অবস্থায় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে সবার আগে আছে যে নামটি, তিনি হলেন সঞ্জয় সেন। আই লিগ এবং সেই সঙ্গে সন্তোষ ট্রফি জয়ী বাঙালি কোচ এর আগেও জাতীয় দলের কোচের পদে আবেদন জানিয়েছিলেন। এ বার আরও একবার সেই আবেদন জানাতে চলেছেন তিনি। যা জানিয়েছেন তিনি নিজেই।
মানলো মার্কেজের বিদায়ের পর ভারতের জাতীয় ফুটবল দলের কোচের পদ এখন শূন্য। সেই শূন্য পদের জন্য শুক্রবারই বিজ্ঞাপন দেওয়া হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে। সেই বিজ্ঞাপনের ভিত্তিতেই আবেদন জানানোর সিদ্ধান্ত সঞ্জয় সেনের। আর এ প্রসঙ্গে তাঁর সাফ দাবি, “জাতীয় দলের কোচ হতে হলে যে যোগ্যতা থাকা প্রয়োজন তা আমার আছে। তার ভিত্তিতেই আগামী কয়েক দিনের মধ্যে আমি আবেদন জানাব।”
জাতীয় কোচের পদের জন্য এর আগেও আবেদন জানিয়েছিলেন সঞ্জয় সেন। তখন ভাগ্যে শিকে ছেঁড়েনি। এ বার কি হবে? সঞ্জয় সেন বলেন, “আগেও আবেদন করেছিলাম। তখন কৃতকার্য হইনি। এ বার আবার আবেদন জানাব। দেখা যাক কী হয়।” এ দিকে মানলোর তত্ত্বাবধানে ভারতীয় ফুটবলের হাল এই মুহূর্তে এতটাই বেহাল হয়ে গিয়েছে যে দলটির দায়িত্ব নিতে কে এগিয়ে আসবেন সেটিই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। মানলোর কোচিংয়ে ভারত হংকংয়ের কাছে হেরেছে। বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে। সব মিলিয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের স্বপ্ন এই মুহূর্তে যেন আকাশ কুসুম। আর এই সময়েই জাতীয় কোচ হওয়ার আগ্রহ দেখালেন সঞ্জয় সেন। যদিও তিনি একাই নন। ভারতীয় কোচ হওয়ার দৌড়ে রয়েছেন আর এক দেশি কোচ খালিদ জামিল এবং অ্যাশলে ওয়েস্টউড, পার্ক হ্যাং সিও, সার্জিও লোবেরা এবং ভ্যান ভুকোমানোভিচের মত বিদেশিরাও।