শনিবার সকালে দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজো কমিটি ‘ত্রিধারা’র খুঁটি পুজো অনুষ্ঠিত হল উৎসবমুখর পরিবেশে। সকাল ১০টা নাগাদ বালিগঞ্জ ফাঁড়ি সংলগ্ন ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় এই আনুষ্ঠানিক শুভ সূচনা। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, নারী ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শশী পাজা, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশীষ কুমার সহ বহু বিশিষ্টজন ও ক্লাব সদস্যরা।
পুজোর সূচনায় খুঁটি পুজো দিয়ে দুর্গার আগমন বার্তা ঘোষণা করা হয়। ত্রিধারার ৭১তম বর্ষে এবারও থাকছে থিম নির্ভর ভাবনা ও সামাজিক বার্তা। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু পুজোর আয়োজন নয়, সারা বছর ধরেই সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে যুক্ত থাকে তারা। সেই ধারা বজায় রেখেই এবছরের পুজোতেও থাকছে সচেতনতা ও সৃজনশীলতার সংমিশ্রণ।
মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ পুজো কমিটির ভূমিকাকে গুরুত্ব দিয়ে তুলে ধরেন। ক্লাবের পরিকল্পনা, থিম ও ব্যবস্থাপনার প্রতি সকলে ইতিবাচক মত দেন। ত্রিধারার পুজো দক্ষিণ কলকাতার সংস্কৃতিচর্চার এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দারা জানান, এই পুজো ঘিরে প্রতিবছরই এলাকাজুড়ে একটা আলাদা আবেগ কাজ করে।
ত্রিধারার খুঁটি পুজোর মাধ্যমে এবারও শুরু হল পুজোর কাউন্টডাউন। শহরজুড়ে যখন থিম প্রতিযোগিতার প্রস্তুতি তুঙ্গে, তখন দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় বারোয়ারি পুজো ক্লাব শহরবাসীকে আশ্বাস দিচ্ছে নতুনত্বের, ভাবনার ও নান্দনিকতার এক অন্য মাত্রার উৎসবের।