ভালবাসার মানুষের সঙ্গে থাকতে চেয়ে স্বামীকে হত্যার ছক কষে ধরা পড়লেন স্ত্রী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা প্রেমের পথে কাঁটা সরাতে শুধু স্বামী নয়, তাঁর দুই সন্তানকে দু-দু’বার খুনের চেষ্টা করেন। ঘটনাস্থল উত্তরপ্রদেশের সম্বল। জানা গিয়েছে, তাঁকে সঙ্গ দেয় প্রেমিক। ঘটনার পর মহিলা এবং প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাহাজই এলাকার বাসিন্দা গোপাল এবং তাঁর দুই সন্তানকে প্রথমে বিষ খাইয়ে এবং পরে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে তাঁর স্ত্রী নয়না এবং প্রেমিক আশুতোষকে গ্রেফতার কড়া হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে গত ৩০ জুন রাতে। যে দিন নয়না তাঁর স্বামী এবং দুই সন্তানের দুধে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করেন। কিন্তু গোপাল এবং দুই সন্তান সে যাত্রায় বেঁচে যান। প্রথম প্ল্যান ফেল করার পর ২ এবং ৩ জুলাই রাতে নয়না এবং আশুতোষ গোপালকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। কিন্তু গোপালের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সব পণ্ড হয়।
গোপাল নয়না এবং আশুতোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গোপালের অভিযোগের পর নয়না এবং আশুতোষকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে নয়না অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে আরও খবর, নয়না পুলিশের জেরায় ভেঙে পড়ে জানিয়েছেন, বহুদিন ধরেই আশুতোষের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখতেন। কিন্তু পথের কাটা হয়ে দাঁড়ান স্বামী গোপাল এবং দুই সন্তান। তাই তাঁদের পৃথিবী থেকে সরিয়ে দিতে প্রেমিকের সঙ্গে হত্যার ছক।
সম্বলের ঘটনা ফিরিয়ে এনেছে মিরাটের আলোড়ন ফেলে দেওয়া খুনের ঘটনার স্মৃতি। যেখানে স্ত্রী মুসকানের অবৈধ সম্পর্কের বলি হতে হয় মার্চেন্ট নেভি আধিকারিক সৌরভ রাজপুতকে। সৌরভ রাজপুতকে খুন করে ১৫ টুকরো করে মুস্কান এবং প্রেমিক সাহিল শুক্লা। দেহের টুকরোগুলি একটি ড্রামে রেখে সিমেন্ট দিয়ে সিল করে দেয় তারা। পরে সৌরভের পরিবারের অভিযোগের পর ধরা পড়ে মুস্কান। অন্য দিকে সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর। গত মাসের ১১ তারিখেই এক মহিলা অবৈধ সম্পর্কের জেরে তার স্বামীকে হত্যা করে দেহ নদীতে ভাসিয়ে দেন। ঘটনা প্রকাশ্যে আসে স্বামীর কঙ্কাল ভেসে ওঠার পর।
wife, lover, plan, killed husband,two children