জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন কন্নড় অভিনেত্রী ও জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী ভাবনা রামান্না। ৪০-এ এসে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন তিনি। ৬ মাসের অন্তঃসত্ত্বা তিনি, জানালেন নিজেই – উদযাপন করছেন শক্তি, মাতৃস্নেহ এবং নিজের জীবন নিজের পছন্দ অনুযায়ী বাঁচার স্বাধীনতা। ৪ জুলাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রী জানান যে ৬ মাসের অন্তঃসত্ত্বা তিনি। গর্ভে তাঁর যমজ প্রাণ। ভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ আইভিএফ পদ্ধতিতে মা হচ্ছেন তিনি। বেবি বাম্প ফ্লন্ট করে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি।
অবিবাহিত, বয়স ৪০, এমন একজন মহিলার হঠাৎ সন্তান প্রসবের খবরে আলোচনা শুরু হয়। ভাবনা সিঙ্গল, বিয়ে করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্বের স্বাদ চেখে দেখার ইচ্ছা ও সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছিলেন, ‘যেহেতু কোনওদিন বিয়ে আর আমার রাস্তা এক হয়নি, তাই সন্তান প্রসবের ক্ষেত্রে অন্যান্য পথের খোঁজ করতে হয়েছে আমাকে যার মধ্যে অ্যাসিস্টেড প্রোডাকশনও আছে।’ তবে এই পথটা সহজ ছিল না। অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে, অবিবাহিত বা সিঙ্গেল মহিলাদের এই উপায়ে (IVF) মাতৃত্ব গ্রহণকে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু একবার আইনি কাঠামোয় বদল হওয়ার পর আমি বুঝি এবার সময় এসেছে’।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তবে এতেও সমস্যা থামেনি। সকল ডাক্তারও এই বিষয়টা ভালোভাবে নেননি। আইভিএফ ক্লিনিকে গিয়েও বাধার মুখে পড়েন তিনি, জানান অভিনেত্রী। বিয়ে হয়নি, প্রেমিক বা পুরুষ সঙ্গীও নেই, তাতেই সমস্যা। কিন্তু অবশেষে এক চিকিৎসক তাঁর সিদ্ধান্তে পাশে দাঁড়ান এবং এই সফরের প্রত্যেক ধাপে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপাতত তিনি তাঁর যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অপেক্ষায় রয়েছেন। পোস্টে লিখেছেন ২০-৩০ বছর বয়সে কখনও মা হওয়ার কথা মনে হয়নি, কিন্তু ৪০-এ এসে সেই ইচ্ছা অদম্য হয়ে ওঠে। তাই এই সিদ্ধান্ত। সবশেষে তিনি ডাক্তার সুষমাকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেত্রীর পোস্টে অনুরাগী থেকে সহকর্মী, সকলের শুভেচ্ছার বন্যা।
১৯৯৬ সালে সিনে দুনিয়ায় পা রাখেন ভাবনা। কন্নড় সিনেমা জগতে প্রখ্যাত নাম। ‘নী মুদিদা মাল্লিগে’, ‘ক্ষমা’, ‘ভাগীরথী’, ‘শান্তি’, ‘ফ্যামিলি’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি।