জন্মদিনেই মুক্তি পেল রণবীর সিংয়ের পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম লুক। আর তাতেই বাজিমাত। আদিত্য ধরের পরিচালনায় এই ছবিতে একেবারে ‘রাউডি’ অবতারে দেখা যাবে বলিউডের বাজিরাওকে। প্রোমোর সঙ্গে ছবির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। প্রায় আড়াই মিনিটের ঝলকে স্পষ্ট ‘তছনছ করার সময় এসে গিয়েছে’। যার পরতে পরতে হিংসা, মারপিট, রক্তের ছড়াছড়ি। এতদিন পর্যন্ত নানা ধরনের চরিত্রে দেখা গিয়েছে রণবীরকে। তবে ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর চরিত্র বাকি কাজের থেকে আলাদা বলা যায়।
‘ধুরন্ধর’ ছবির প্রথম লুকে রণবীরকে দেখে রীতিমতো ভয়ই করবে। যে এসেইছে যেন সব তছনছ করে শেষ করে দিতে। লম্বা চুল, মুখ ভর্তি দাড়িতে রণবীরকে অনেকটা তাঁর ‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রের মতো লাগতে পারে। তবে মুখে সিগারেট ধরিয়ে একের পর এক যেভাবে তিনি খুন করে চলেছেন, এবং যে পদ্ধতিতে করছেন, দেখে মনে হবে এ তাঁর রোজের কাজ। প্রথম ঝলকের স্পষ্ট ছবিজুড়ে হিংসা হানাহানি থাকবে বেশ অনেকটা পরিমাণে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
শুধু রণবীরের নয়, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবনের প্রথম লুকও প্রকাশ্যে এসেছে। ‘এক অজানা মানুষের সত্য ঘটনা’ প্রকাশ্যে আসবে, তার জন্যই চারিদিক হবে ধ্বংস। চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। আদিত্য ধরের পরিচালনায় এই ছবির প্রথম ঝলকের ফাইনাল কাট দর্শকের সঙ্গেই প্রথমবার দেখলেন বার্থডে বয়, রণবীর সিং। বলাই বাহুল্য, জন্মদিনে নির্মাতাদের তরফে এটাই ছিল অভিনেতার জন্য উপহার। নিজের ইনস্টা হ্যান্ডলে সব পোস্ট সরিয়ে ফাঁকা করার পর এই টিজারই এখন সেখানে জ্বলজ্বল করছে। অর্থাৎ অনুরাগীদের আন্দাজই হলো সঠিক।
রণবীর সিংকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে, আলিয়া ভট্টের বিপরীতে। বছর দুই ধরে অনুরাগীরা অপেক্ষায় ছিলেন প্রিয় তারকার পর্দায় ফেরার। যদিও এর মাঝে, গত বছর তিনি রোহিত শেট্টির ‘সিঙ্ঘম এগেন’ ছবিতে এক্সটেন্ডেড ক্যামিও চরিত্রে কাজ করেছেন সিম্বা চরিত্রে। অন্যদিকে, ফারহান আখতার তাঁর ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিরছেন যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। শাহরুখের বদলে রণবীরকে মেনে নিতে পারেনি অনুরাগীরা। যদিও তেমন কোনও দৃশ্য প্রকাশ্যে আসেনি সেই ছবির। আপাতত ‘ধুরন্ধর’ ছবির প্রথম লুকে নজর কেড়ে প্রশংসায় ভাসছেন রণবীর সিং।