আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ বিলে সই করে তাকে আইনে পরিণত করেছেন। আর তার পরেই নিজের রাজনৈতিক দলের ঘোষণা করলেন একদা ট্রাম্পেরই ঘনিষ্ঠতম সহচর, ধনকুবের এলন মাস্ক। ‘আমেরিকা পার্টি’ এ বার সরাসরি চ্যালেঞ্জ জানাবে ট্রাম্পকে। মাস্কের দাবি, জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়াই পার্টির উদ্দেশ্য।
সম্প্রতি আমেরিকার স্বাধীনতা দিবসের দিন মাস্ক একটি অনলাইন ভোটের আয়োজন করেন। যেখানে ৬৫.৪ শতাংশ মানুষ একটি নতুন রাজনৈতিক দল তৈরির পক্ষে মত দেন। তার পরেই দল গড়ে রাজনীতিতে নামার কথা ঘোষণা করেন মাস্ক।কিন্তু এই ট্রাম্পই একসময় মাস্ককে নতুন তারকা হিসেবে অভিহিত করেছিলেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
শোনা যায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে কোটি কোটি ডলার জলের মতো খরচ করেছেন মাস্ক। তারপর ট্রাম্প প্রেসিডেন্ট হলে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয় টেসলা, স্পেসএক্সের কর্ণধারকে। মূল কাজ ছিল, কোন কোন খাতে সরকার অর্থ বাঁচাতে পারে তা স্থির করা। পরিভাষায় ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ‘ডিওজিই’। একটা সময় ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসকে মাস্কের বাড়ি বলে ভুল করতেন মানুষ। সেই সুখের সময় এখন অতীত। এবার লড়াই সেয়ানে সেয়ানে।
সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেন, মানুষকে সুরাহা দিতে এবং সরকারের আর্থিক স্বাস্থ্য ঠিক করতে তিনি ব্যাপক সংস্কারের পথে হাঁটবেন। সেই অনুযায়ী খসড়া তৈরি হয় ‘ওয়ান বিগ অ্যান্ড বিউটিফুল’ বিলের। তা দেখেই প্রথম মাস্ক বিরক্ত হন। নিজের আপত্তির কথা খোলাখুলি ট্রাম্পকে জানান মাস্ক। কিন্তু প্রেসিডেন্ট তাতে কান দেননি। উল্টে সাফ জানিয়ে দেন, বিগ অ্যান্ড বিউটিফুল’ বিলটি খুব দ্রুত আইনে পরিণত হতে চলেছে। যা মানতে পারেননি ধনকুবের মাস্ক।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
ট্রাম্পকে চাপে রাখতে মাস্ক ‘ডিওজিই’ থেকে ইস্তফা দেন। তারপর শুরু করেন মৌখিক আক্রমণ। শুরুতে ট্রাম্প বিশেষ পাত্তা না দিলেও ক’দিন আগে এ নিয়ে মুখ খুলে ট্রাম্প ইঙ্গিত দেন মাস্কের সংস্থাকে দেওয়া সরকারি ভর্তুকি বন্ধ করে দিলে তাঁকে পাততাড়ি গুটিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হবে। তার পাল্টা চ্যালেঞ্জ জানান মাস্ক। এই প্রেক্ষিতেই নতুন দল নিয়ে নেমে পড়লেন বিশ্বের সবচেয়ে ধনী মাস্ক। কিন্তু প্রশ্ন হল, আমেরিকার সমাজে দল গড়ে প্রেসিডেন্টকেই চ্যালেঞ্জের মুখে ফেলা ইতিহাসে বেনজির। মাস্ক পারবেন কি শেষ পর্যন্ত টিকে থাকতে? নাকি, মধ্যপন্থার জন্য ঘুরতে হবে তাঁকে।