ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ আইন হতেই নতুন দল গড়লেন ধনকুবের এলন মাস্ক, আমেরিকায় এ বার ট্রাম্প বনাম মাস্কের লড়াই

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ বিলে সই করে তাকে আইনে পরিণত করেছেন। আর তার পরেই নিজের রাজনৈতিক দলের ঘোষণা করলেন একদা ট্রাম্পেরই ঘনিষ্ঠতম সহচর, ধনকুবের এলন মাস্ক। ‘আমেরিকা পার্টি’ এ বার সরাসরি চ্যালেঞ্জ জানাবে ট্রাম্পকে। মাস্কের দাবি, জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়াই পার্টির উদ্দেশ্য।Contentsজাজবাত বাংলায় … Continue reading ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ আইন হতেই নতুন দল গড়লেন ধনকুবের এলন মাস্ক, আমেরিকায় এ বার ট্রাম্প বনাম মাস্কের লড়াই