অবশেষে ব্যাংকার থেকে বেরিয়ে অনুগামীদের ‘ভালো আছি’ জানান দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। গত ১৩ জুন ইরানে ইজরায়েলের হামলার পর আর দেখা যায়নি খামেনেইকে। এমনকি শুরু হয় তার মৃত্যু নিয়ে জল্পনা। পরে শোনা যায়, যুদ্ধে প্রাণে বাঁচতে গোপন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ৮৬ বছরেরে খামেনেই। এমনকী নিজের আস্তানা গোপন রাখতে ফোন বা কোনোরকম বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহার করছিলেন না তিনি। যুদ্ধবিরতির পরও তিনি প্রকাশ্যে আসেননি। প্রায় একমাস পর অবশেষে বাঙ্কার থেকে বেরিয়ে জনসমক্ষে দেখা গেল খামেনেইকে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ইরানের টেলিভিশনে শনিবার শিয়া মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠানে খামেনেইকে দেখা যায়। আগের মতই কালো পোশাকে মঞ্চে উঠে অনুগামীদের প্রতি ভাষণ দিতেও দেখা যায়। খামেনেই বলতে ওঠার আগেই অনুগামীরা স্লোগানে ভরিয়ে দেন। উঠতেই জয়ধ্বনি দিতে শুরু করেন তাঁর অনুগামীরা।
উল্লেখ্য, ইরান-ইজরায়েল যুদ্ধ শুরুর হওয়ার পর বহুবার একাধিক ভিডিওবার্তায় আমেরিকা এবং ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছেন খামেনেই। এরপর খামেনেইএর বিরুদ্ধে প্রকাশ্যে সরব হতে দেখা যায় আমেরিকাকেও। তার মৃত্যু নিয়েও মন্তব্য করে আমেরিকা। আর তারপরই গা ঢাকা দিতে দেখা যায় এই সর্বোচ্চ ধর্মগুরুকে।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
প্রায় ৩৫ বছর ধরে ইরানের ক্ষমতায় রয়েছেন খামেনেই। আসলে ক্ষমতায় আছেন বলা ভুল কারণ ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী রয়েছেন। কিন্তু বাস্তবে দেশটি পরিচালনা করে সূরা কাউন্সিল। আর এই সুরা কাউন্সিলের প্রধান হলেন ‘আয়াতোল্লা’। খামেনেই হলেন বর্তমান আয়াতোল্লা। তার অনুমোদন ছাড়া ইরানে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মনোনয়ন হয়না।