পরিণতি পেয়েছিল ছোটবেলার প্রেম। গত ২২ জুন বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেন প্রয়াত তারকা ফুটবলার দিয়োগো জোটা। কিন্তু সংসারধর্ম পালন করার সুযোগ পেলেন মাত্র ১১ দিন। গত ৩ জুলাই এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অকালেই ঝড়ে গেল পর্তুগিজ তারকার প্রাণ। স্পেনের জামোরার কাছে এই দুর্ঘটনায় জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভা দুজনেরই মৃত্যু হয়েছে।
এহেন চূড়ান্ত দুঃসময়ে কিন্তু মুখ ফিরিয়ে থাকতে পারল না লিভারপুল ক্লাব। যাদের সঙ্গে আগামী ২০২৭ পর্যন্ত চুক্তি ছিল জোটার। প্রয়াত ফুটবলারকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি লিভারপুল কর্তৃপক্ষের তরফে নেওয়া হয়েছে এক মানবিক সিদ্ধান্ত। তারা জানিয়েছে, চুক্তি অনুযায়ী বাকি সময়টাতে যে পরিমাণ অর্থ জোটার পাওয়ার কথা ছিল তার পুরোটাই তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
২০২৭ সালের জুন মাস পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি ছিল দিয়োগো জোটার। তাঁর সাপ্তাহিক বেতন ছিল ১ লক্ষ ৪০ হাজার পাউন্ড। সেই হিসেবে আগামী দু’বছরে জোটার পাওয়ার কথা ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪৫ কোটি টাকা। পুরো অর্থই প্রয়াত ফুটবলারের পরিবারের হাতে তুলে দেবে লিভারপুল ক্লাব। বলাই বাহুল্য, এহেন মানবিক সিদ্ধান্ত হৃদয় ছুঁয়ে গিয়েছে আপামর ফুটবলপ্রেমীর। সকলেই বলছেন, মানবিকতার এক অপূর্ব নিদর্শন তুলে ধরল ইংল্যান্ডের শতাব্দী প্রাচীন ক্লাবটি।