৬ জুলাই ৪০ পূর্ণ করবেন পর্দার সিম্বা অর্থাৎ রণবীর সিং। কিন্তু জন্মদিনের আগেই এক আজব কাণ্ড ঘটালেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে মুছে দিলেন সমস্ত পোস্ট। এখানেই শেষ নয়। এর সঙ্গে ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করলেন একটি ইঙ্গিতপূর্ণ ছবি। কিন্তু কেন এমন? কী ঘটল হঠাৎ? অনুরাগীদের প্রশ্নের বন্যা।
শনিবার হঠাৎই দেখা যায়, রণবীর সিং নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে এতদিন ধরে করা তাঁর সমস্ত পোস্ট সরিয়ে দিয়েছেন। স্টোরিতে রয়েছে একটি ছবি, ব্যাকগ্রাউন্ডে কালো রং, তাতে লেখা ১২:১২। এর ওপরে দুটো তরোয়াল দিয়ে ক্রস করা। অর্থাৎ যুদ্ধের আবহের আভাস দিচ্ছে এই ছবি। কী ইঙ্গিত দিচ্ছে এই ছবি?

অনুরাগীদের একাংশ অভিনেতার এমন কাণ্ডে বেশ চিন্তিত। অনেকেরই প্রশ্ন, ‘সব ঠিক আছে তো?’, ‘আশা করছি সব ঠিক আছে।’ তবে অনেকেই মনে করছেন অভিনেতার নতুন ছবির প্রথম ঝলক প্রকাশের আগের প্রস্তুতি এটা। মনে করা হচ্ছে রণবীর সিং তাঁর আগামী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক প্রকাশ করবেন নিজের জন্মদিনেই। তারই আভাস স্টোরিতে। কেউ লিখলেন, ‘একটা ঝড় আসছে! ধুরন্ধর ১২:১২।’ আবার আরও একজন লিখলেন, ‘দেখার অপেক্ষায় রয়েছি’। অপর একজন লেখেন, ‘ওঁর কামব্যাকের অপেক্ষা করছি’। অনুরাগীরাই আন্দাজ করছেন আজ ১২ টা ১২ নাগাদই নতুন ছবির টিজার মুক্তি পাবে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এর আগে বলিউড হাঙ্গামাকে সিনেমার এক সূত্র জানায়, রণবীর জানেন যে স্পেশাল কিছু একটা আসছে কিন্তু তিনি ফাইনাল কাটটা দেখেননি। তাঁর জন্মদিনকে আরও বিশেষ করে তুলতেই নির্মাতাদের তরফে এই আয়োজন। আদিত্য ধর পরিচালিত এই ছবি রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি। রণবীরের সঙ্গে এতে দেখা যাবে সঞ্জয় দত্ত, আর মাধবন, ইয়ামি গৌতম, অক্ষয় খান্না ও অর্জুন রামপালকে। অন্যদিকে রণবীরকে ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছবিতেও দেখা যাবে। এছাড়াও মনে করা হচ্ছে, তিনি ছবি ডিলিট করেননি, হয়তো পোস্ট ‘হাইড’ করেছেন যাতে নতুন ছবির টিজার প্রকাশ পেলে দর্শকের নজর শুধু তাতেই থাকে।