মনের মানুষ আর পাশে নেই। দিন কাটলেও মন কি মানতে চায়? স্ত্রী বিয়োগের প্রায় দিন দশেক পর ফের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন অভিনেতা পরাগ ত্যাগী, প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালার স্বামী। গত ২৭ জুন, হঠাৎই মডেল-অভিনেত্রীর মৃত্যুর খবর মেলে। বয়স হয়েছিল মাত্র ৪২। নব্বইয়ের দশকের মন মাতিয়ে রেখেছিলেন পর্দায় তিনি। মৃত্যুর দিন পর্যন্ত সকলের মনে থেকে গেলেন ‘কাঁটা লাগা’ গার্ল হয়েই। বয়স যেন তাঁর কাছে গিয়ে থেমে গিয়েছিল। শুধু বিনোদন দুনিয়াই, শেফালির আকস্মিক মৃত্যু স্তম্ভিত করে অনুরাগী মহলকেও। স্ত্রীয়ের শেষকৃত্যে অঝোরে কান্নায় ভেঙে পড়েন স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রীয়ের সঙ্গে একটি আদুরে ছবি দিয়ে তৈরি একটি ভিডিয়ো পোস্ট করেন। প্রতি ছবিতেই তাঁদের হাসিখুশি দাম্পত্যের ঝলক। কোনও ছবিতে তাঁরা বাড়িতেই রয়েছেন, কোথাও আবার তাঁদের পার্টিতে দেখা যাচ্ছে, আবার একটি ছবিতে স্যুইমিং পুলে রয়েছেন। মুখে চওড়া হাসি দুজনেরই। পুরনো আনন্দের স্মৃতি হাতড়ে অভিনেতা লেখেন, ‘তোমার প্রতি জন্মে আমি তোমাকে খুঁজে নেব এবং প্রত্যেক জীবনে আমি তোমাকে ভালবাসব। তোমাকে প্রচণ্ড ভালবাসি আমার গুণ্ডি, আমার ছোকরি।’ ভিডিয়োয় খুব ভেবে গানও বেছেছেন, ম্যাটিও অক্সলের ‘আই লাভ ইউ অলওয়েজ ফরএভার’।
২৭ জুন মৃত্যু হয় অভিনেত্রী। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অনুরাগী, বন্ধু, পরিবার… শোকস্তব্ধ হয়ে পড়ে। ২০০০-এর সময় তাঁর জনপ্রিয় ‘কাঁটা লাগা’, ‘চড়তি জওয়ানি’র মতো একাধিক গানের রিমেক চার্টবাস্টার স্থায়ী জায়গা করে নিয়েছিল। পরবর্তীকালে তিনি একাধিক রিয়েলিটি শোয়ে অংশ নেন। সিনেমার সংখ্যা হাতে গুনে ৩-৪টে। তবে তিনি সারাজীবন দর্শকের মনে ‘কাঁটা লাগা’ গার্ল হয়েই থেকে যেতে চেয়েছিলেন, যাতে তিনি সফলও হয়েছেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
শেফালির মৃত্যুতে ফের এক বার হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি, লাইফস্টাইল এবং সর্বোপরি এর সঙ্গে কোভিড-যোগ নিয়ে আলোচনা শুরু হয়। ২০২০ সালের পর দেশজুড়ে তরুণ-তরুণীদের মধ্যে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। যা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে। এই সব মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের যোগ রয়েছে কি? যদিও সেই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কোভিড টিকার সঙ্গে এর কোনও যোগ নেই বলেই জানানো হয়েছে।