একজন ভারতীয় সফটওয়্যার পেশাদার, অমিত কাশ্যপ, সম্প্রতি তাঁর মা-বাবাকে প্রথমবার দেশের বাইরে ঘুরতে নিয়ে গেছেন। আমেরিকার লাস ভেগাসে। ঘটনাটি নেটমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা শুধু সফরের দৃশ্য নয়, এক সন্তানের শ্রদ্ধা, ভালোবাসা ও প্রতিশ্রুতির কাহিনি হয়ে উঠেছে।
অমিত জানিয়েছেন, তাঁর মা-বাবা জীবনে কখনও তাঁদের গ্রামের বাইরে পা রাখেননি। অথচ তাঁদের অক্লান্ত পরিশ্রমেই আজ তিনি এক প্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পেরেছেন। ভিডিওতে দেখা যায়, বিমানে বসে থাকা মা-বাবা, তাঁদের উচ্ছ্বাস, লাস ভেগাসের উজ্জ্বল রাস্তায় হেঁটে চলা, আর ক্যাসিনোর ঝলমলে আলোয় প্রথম অভিজ্ঞতা।
ভিডিওটির এক স্থানে লেখা ছিল, আজ আমি আমার মা-বাবাকে নিয়ে এলাম লাস ভেগাসে। দেখালাম, তাঁদের ত্যাগে আমি কী গড়েছি।
আরও লেখা, এই সফর ভেগাস দেখানোর জন্য নয়, এটা নিজের সঙ্গে করা এক নীরব প্রতিজ্ঞা পূরণের মুহূর্ত।
এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে আবেগঘন প্রতিক্রিয়া।
এক ব্যবহারকারী লিখেছেন, ভেতরে ভেতরে মা-বাবা খুশি কারণ ছেলেটা পাশে আছে। অন্য একজন লেখেন, এটা যেন প্রতিটি সন্তানের স্বপ্নপূরণ।
অনেকেই ‘গ্রাম থেকে গ্ল্যামারের’ গল্প হিসেবে দেখছেন অমিতের এই উদ্যোগকে। শুধু একটি আন্তর্জাতিক ভ্রমণ নয়, এটি হয়ে উঠেছে আন্তরিক কৃতজ্ঞতার এক নিদর্শনও।