এজবাস্টন টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া। ম্যাচটি জিততে শেষ দিনে ইংরেজদের করতে হবে ৫৩৬ রান। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে ভারতের প্রয়োজন মাত্র ৭ উইকেট। এদিকে রবিবারের বার্মিংহামে ভারত এবং ইংল্যান্ডের মাঝে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে আর একজনের অবতীর্ণ হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি হলেন, বরুণ দেব। আশঙ্কা করা হচ্ছে, পঞ্চম দিনের খেলায় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
অধিনায়ক শুভমন গিলের দুরন্ত শতরান (১৬১) এবং ঋষভ পন্থ (৬৫) ও রবীন্দ্র জাদেজার (৬৯) অর্ধশতরানের সৌজন্যে শনিবার স্বাগতিক ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের লক্ষ্যমাত্রা রাখতে সমর্থ হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেট খুইয়ে ৭২ রান। এই জায়গা থেকে জয়ের আশা তাদের নেই বললেই চলে। কিন্তু উল্টোদিকে গুরু গম্ভীরের ছাত্ররাও জিতবেন কি না সেই আশঙ্কাও তৈরি করে দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। ওয়েদার রিপোর্ট বলছে, রবিবার বার্মিংহামে সকাল ৭টা নাগাদ ৭৯ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্য কমতে থাকবে। তবে এরপর দুপুর একটার দিকে ২২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি এবং অ্যাকুওয়েদার। ফলে সব মিলিয়ে রবিবার পঞ্চম দিনে ভারতের জয়ের পথে বরুণ দেব যে বাধা হয়ে দাঁড়াতে পারেন, এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেই। তাহলে কি ভেস্তে যাবে টিম ইন্ডিয়ার এহেন দুর্দান্ত প্রত্যাঘাত? ভেস্তে যাবে অধিনায়ক গিলের দুই ইনিংসে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি? ভেস্তে যাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের আগুনে বোলিং?সব উত্তর পেতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।
