অপেক্ষার ৯ বছর। বড়পর্দায় আর কিছুদিনের মধ্যেই একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। যে সিনেমার শ্যুটিং শেষ হয়েছিল ২০১৬ সালে, সেই ‘ধুমকেতু’ মুক্তি পাবে এই বছর, আগামী ১৪ অগাস্ট। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রথম গান মুক্তি পেল সোমবার। গানের নাম ‘গানে গানে’। দেব ও শুভশ্রীর ঠোঁটে শোনা গেল অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠ। গান মুক্তির কিছুক্ষণ আগে নিজের ফেসবুক পেজে প্রযোজক রানা সরকার লেখেন, ‘ছোটবেলা ফিরে পাবে সবাই, আবার একবার, গানে গানে আজ দুপুর ১২টায়’। বলাই বাহুল্য পর্দায় দেব ও শুভশ্রীর রোম্যান্স দেখে যে প্রজন্ম বড় হয়েছে, এই গান তাঁদের প্রাণের আরাম।
কথা মতোই ৭ জুলাই মুক্তি পেল ‘ধুমকেতু’ ছবির প্রথম গান। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে যেন সেই আগের প্রেমের গানের ছোঁয়া। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অনুপম রায়। লিরিক্সও তাঁরই। পাহাড়ি রাস্তায় সাইকেল হাঁটিয়ে অভিমানী শুভশ্রী, ওরফে রূপা চলেছেন। তাঁর পিছু নিয়েছেন দেব। গানে গানেই প্রেমিকার মান ভাঙানোর চেষ্টা। কিন্তু তা কি এতোই সহজ? প্রায় পাঁচ মিনিট দীর্ঘ গানের শেষে এসে যদিও প্রেমিকের চেষ্টার সামনে হার মানলেন নায়িকা। গানের মাঝেই দেখা মেলে ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রুদ্রনীল ঘোষের।
জাজবাত বাংলায় আরও পড়ুন
২০১৬ সালে এই ছবির শ্যুটিং শেষ করেছিলেন দেব ও শুভশ্রী। ফলে এই গানে এবং গোটা সিনেমায় তাঁদের ৯ বছর আগের সেই অতি-পরিচিত লুক দেখে নস্টালজিয়ায় ভাসবেন দর্শক, এ কথা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, এই ছবির তৈরির সময় প্রেমের সম্পর্কে ছিলেন দেব ও শুভশ্রী। তবে সময় গড়িয়েছে। সেই সম্পর্কে ছেদ পড়েছে। দু’জনেই নিজেদের জীবন আলাদা গুছিয়ে নিয়েছেন। কিন্তু এই গানে সেই ৯ বছরের আগের রসায়ন পরতে পরতে উপভোগ করবেন দর্শক। মাত্র ৪৫ মিনিটেই এই গানের ভিউ ৫ হাজারের কাছাকাছি এবং সেই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ইউটিউবের কমেন্টে স্মৃতি রোমন্থনে ব্যস্ত অনুরাগীরা।
আরও পড়ুন
ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যা কয়েক ঘণ্টাতেই ইউটিউবে ট্রেন্ড করতে শুরু করে। বহু বছর ধরেই নানা জায়গায় প্রযোজক, পরিচালক বা অভিনেতা, অনেককেই এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে ‘ধুমকেতু’ কবে মুক্তি পাবে! অবশেষে আর এক মাসের মধ্যেই সেই অপেক্ষা শেষ হবে। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়কেও। ছবির আবহ সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আপাতত লন্ডনে ‘প্রজাপতি ২’ ছবির শ্যুটিং শুরু করেছেন দেব। শুভশ্রী উপভোগ করছেন তাঁর ‘গৃহপ্রবেশ’ ছবির সাফল্য। তবে দর্শক মুখিয়ে ‘ধুমকেতু’র প্রচারে তাঁদের একসঙ্গে দেখার জন্য। তা কি আদৌ হবে? বলবে সময়।