বিশ্ব ক্রিকেটে ভারতের ছড়ি ঘোরাতে পারার অন্য একটি বড় কারণ হল আইপিএল। এই প্রতিযোগিতা থেকে এক বছরে যা আয় হয় তা যেন লজ্জায় ফেলে দেয় ধন দেবতা কুবেরকেও। আর এ বছর সেই আয়ের পরিমাণ বাড়ল আরও। বিশ্বব্যাপী বিনিয়োগ ব্যাংক হোলিহান লোকির একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্র্যান্ড ভ্যালু অর্থাৎ ব্যবসায়িক মূল্য এই বছরে ১২.৯ শতাংশ বেড়ে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ১ লক্ষ ৫৮ হাজার কোটি টাকারও বেশি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
প্রতিবেদন অনুসারে, গত বছর আইপিএলের একক ব্র্যান্ড মূল্য ১৩.৮% বেড়ে ৩.৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। আর এ বার তা বেড়েছে প্রায় ৬ গুণ। উক্ত রিপোর্টে আইপিএলের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা তুলে ধরার পাশাপাশি উল্লেখ করা হয়েছে বিসিসিআইয়ের চারটি সহযোগী স্পনসরের নাম। ‘মাই ইলেভেন সার্কেল’, ‘অ্যাঞ্জেল ওয়ান’, ‘রুপে’ এবং ‘সিয়েট’, এই চারটি সংস্থাকে সহযোগী স্পনসরের স্লট বিক্রি করে বোর্ডের আয় হয়েছে ১,৪৮৫ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। এ ছাড়া প্রতিযোগিতার অফিসিয়াল স্পনসর টাটা গ্রুপের সঙ্গে আগামী ২০২৮ সাল পর্যন্ত ৫ বছরের চুক্তি রয়েছে বোর্ডের। যা থেকে তাদের আয় হবে মোট ৩০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২,৫০০ কোটি টাকা।
এ বার আসা যাক ফ্র্যাঞ্চাইজিগুলির কথায়। এ বারের আইপিএল থেকে কোন ফ্র্যাঞ্চাইজি কত লাভ করেছে তারও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে উক্ত প্রতিবেদনে। এ বারের প্রতিযোগিতায় ইতিহাসে প্রথমবারের মত শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জানা গিয়েছে, লাভের তালিকাতেও সবার ওপরে রয়েছে বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন
এ বছর তাদের ব্র্যান্ড ভ্যালু ২২৭ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ মিলিয়ন ডলারে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স। তাদের ব্যবসায়িক মূল্য ২০৪ মিলিয়ন থেকে পৌঁছে গিয়েছে ২৪২ মিলিয়ন ডলারে। এ ছাড়া তিন নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড ভ্যালু ২৩৫ মিলিয়ন ডলার।
তবে শতাংশের হিসেবে এ বছর সকলকে ছাপিয়ে গিয়েছে আইপিএলের রানার্স পাঞ্জাব কিংস। প্রতিবেদনটি বলছে, এ বছর তাদের ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পেয়েছে ৩৬.৯ শতাংশ। যা সর্বোচ্চ। অন্যদিকে এও জানা গিয়েছে যে ভিউয়ারশিপে এ বারের আইপিএল ফাইনাল পিছনে ফেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান দ্বৈরথকে। জিও হটস্টারে আইপিএলের ফাইনাল দেখেছেন প্রায় ৬৮ কোটি দর্শক। যা একটি রেকর্ড