মানলো মার্কেজের পর কে হতে চলেছেন ভারতীয় ফুটবল দলের কোচ? কিছু দিন আগেই উঠে এসেছিল সঞ্জয় সেনের নাম। তিনি নিজেই জানিয়েছিলেন যে জাতীয় দলের হেড কোচের পদে আবেদন করতে চলেছেন। এ ছাড়া খালিদ জামিল কিংবা অ্যাশলে ওয়েস্টউডের মত কয়েকটি বিদেশি নামও শোনা যাচ্ছিল। এ বার এই তালিকায় যোগ হল আরও একটি অতি পরিচিত নাম। সম্প্রতি একটি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতের কোচ হতে চেয়ে আবেদন জানিয়েছেন আইএসএলে’র ইতিহাসে সবথেকে সফল কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস।
সূত্রটির দাবি, আগামী ২০২৭ এশিয়ান কাপের কথা মাথায় রেখে ভারতের কোচ হওয়ার বিষয়ে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন হাবাস। বর্তমানে যিনি আই লিগের দল ইন্টার কাশীর প্রশিক্ষকের ভূমিকায় রয়েছেন। সূত্রটি আরও জানিয়েছে, এর আগেও ভারতীয় কোচের পদে আবেদন জানিয়েছিলেন হাবাস। তখন সেই আবেদন মঞ্জুর করা না হলেও দু’বার আইএসএলজয়ী কোচ বিশ্বাস করেন, ভারতের দলের হয়ে কোচিংয়ের আরও একটি অধ্যায় লেখা তাঁর বাকি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ভারতের মাটিতে কোচ হিসেবে এক দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন হাবাস। তাঁর কোচিংয়ে ২০১৪-১৫ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয় এটিকে। এরপর ২০১৯-২০ মরশুমে শিরোপা জেতে এটিকে মোহনবাগান এবং ২০২৩-২৪ সালে আইএসএল শিল্ড জেতে মোহনবাগান সুপার জায়ান্টস। অন্যদিকে ১৯৯৭ সালের কোপা আমেরিকা প্রতিযোগিতায় বলিভিয়া রানার্স হয় হাবাসের কোচিংয়েই। এ ছাড়া বর্তমানে তাঁর প্রশিক্ষণাধীন ইন্টার কাশীও আই লিগ জয়ের অন্যতম দাবিদার। সব মিলিয়ে স্প্যানিশ কোচ যদি দায়িত্ব নেন তা হলে যে ভারতীয় ফুটবলের উপকার বৈ ক্ষতি হবে না তা আর বলার অপেক্ষা রাখে না।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মানলো মার্কেজের তত্ত্বাবধানে ভারতীয় ফুটবলের হাল এই মুহূর্তে এতটাই বেহাল যে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। মানালোর কোচিংয়ে ভারত হংকংয়ের কাছে হেরেছে। বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে। সব মিলিয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের স্বপ্ন এই মুহূর্তে যেন আকাশ কুসুম। এই পরিস্থিতিতে হাবাসের মত একজনকেই যেন দরকার ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। যদিও শেষ পর্যন্ত হাবাস ভারতীয় দলের হেড কোচের পদ অলংকৃত করেন কি না তা সময়ই বলবে