‘ঠাকরে ব্রাদার্স’কে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। হিন্দি আগ্রাসন বিতর্কে উত্তাল মহারাষ্ট্র। এই ইস্যুতে সম্প্রতি দীর্ঘ ২০ বছর পর একজোট হয়েছেন দুই ভাই। অর্থাৎ মহারাষ্ট্র নবনির্মান সেনা প্রধান রাজ ঠাকরে এবং শিবসেনার (ইউবিটি) উদ্ধব ঠাকরে। এই মঞ্চ থেকে বিজেপি এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে তীব্র আক্রমণ শানান। এবার পালটা কার্যত জবাব বিজেপি সাংসদের।
সম্প্রতি মহারাষ্ট্রে হিন্দি ভাষার মানুষদের উপর আক্রমণ করা হয়েছে বলে দাবি করে সরব হয়েছেন নিশিকান্ত দুবে। রাজ ঠাকরের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ, বিহার এবং তামিলনাড়ুতে এই কাজ করে দেখান। তোমাদের ওরা ‘উলটে-পালটে’ মারবে’। বিজেপি সাংসদের দাবি, ওই রাজ্যগুলিতে হিন্দিভাষিদের উপর আক্রমণ করলে কোনও ভাবেই পার পাওয়া যাবে না। সংবাদসংস্থা এনএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করে দুবে বলেন, ওরা হিন্দিভাষীদের উপর যা করেছে, মহিম দরগায় গিয়ে কোনও উর্দুভাষীদের উপর তা করে দেখাক। এমনকী সাহস থাকলে তামিল, তেলেগু বলা মানুষকেও মেরে দেখাক বলেও তোপ।
জাজবাত বাংলায় আরও পড়ুন
উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মান সেনার কর্মীরা উত্তর ভারতীয় শ্রমিকদের হেনস্থা করছে। মারাঠি বলতে না চাইলে মারধর করা হচ্ছে বলেও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে। সম্প্রতি দেবেন্দ্র ফড়ণবীশ সরকার জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তিন ভাষা নীতি চালু করেন সে রাজ্যে। যেখানে তৃতীয় ভাষা হিসাবে হিন্দি বাধ্যতামূলক করা হয়। আর এরপরেই এই ভিডিওগুলি সামনে আসে। জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে সরব হোন রাজ এবং উদ্ধব ঠাকরেরা।
যদিও প্রবল চাপে সিদ্ধান্ত ফিরিয়ে নেয় মহারাষ্ট্রের বিজেপি-শিন্ডে এবং অজিত পাওয়ারের সরকার। নিশিকান্ত দুবে বলেন, বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিসগড়ের মতো হিন্দিভাষী রাজ্যগুলির টাকায় চলছে মহারাষ্ট্র। তাঁর দাবি, বিভিন্ন সংস্থা বড় বড় শিল্প তৈরি করে মহারাষ্ট্র সরকারকে ট্যাক্স দিচ্ছে। সম্প্রতি রাজ ঠাকরে তাঁর দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ অজথা নাটক করলে তাঁকে কানের পাশে মারতে। এই ইস্যুতেও ‘ঠাকরে ব্রাদার্স’কে আক্রমণ শানিয়েছেন দুবে।
আরও পড়ুন
অন্যদিকে এই বিষয়ে কথা বলতে গিয়ে দেশের স্বাধীনতায় মহারাষ্ট্র এবং সেখানকার মানুষের যোগদানের কথাও তুলে ধরেন। বিজেপি সাংসদের মন্তব্য, ‘ভারতের স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য মারাঠি ভাষা এবং মহারাষ্ট্রের জনগণকে সম্মান করি। কিন্তু ঠাকরে ভাইরা আগামী বিএমসি নির্বাচন নিয়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন বলে তোপ তাঁর।