ফাঁকা ট্রেনের কামরায় মহিলাকে গণধর্ষণ! ধর্ষণের পর রেললাইনে ছুঁড়ে ফেলে দেওয়া হলো মহিলাকে। রেলে কাটা পড়ল মহিলার একটি পা! ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথ স্টেশনের কাছে। ৩৫ বছর বয়সী মহিলাকে গণধর্ষণ করার পর, তাকে সোনিপতের রেললাইনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই নির্মম ঘটনার ফলে মহিলার একটি পা কাটা পড়েছে বলে খবর।
ঘটনার সূত্রপাত ২৪ জুন! সেদিন থেকেই ওই মহিলা নিখোঁজ হন। তাঁর স্বামী ২৬ জুন থানায় নিখোঁজ ডায়েরি করেন। জানা যায়, এর আগেও ওই মহিলা মাঝে মাঝে রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতেন। পরে আবার কিছুদিনের মধ্যে ফিরে আসতেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পুলিশকে আহত মহিলা জানান, এক ব্যক্তি তাঁকে একটি স্টেশনের কাছে এসে বলেন, তাঁর স্বামী তাঁকে পাঠিয়েছেন। তার কথায় বিশ্বাস করে তিনি তার সঙ্গে যান। এরপর সেই ব্যক্তি তাঁকে পানিপথ রেল স্টেশনে একটি ফাঁকা বগিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কিছুক্ষণ পরে আরও দুই ব্যক্তি সেখানে আসে। তারাও তাঁকেও ধর্ষণ করে। পরে তাঁকে সোনিপত রেললাইনে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সেসময় একটি ট্রেন তাঁর ওপর দিয়ে চলে যায়, যার ফলে মহিলার একটি পা কেটে যায়।
স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা এক মহিলার চিৎকার শুনে ছুটে যান। গিয়ে দেখেন ওই মহিলার পা ট্র্যাক সুইচে আটকে রয়েছে। তাঁরা দ্রুত রেল পুলিশকে খবর দেন। পরে মহিলাকে সোনিপত জেনারেল হাসপাতাল থেকে রোহতকের পিজিআই হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। এই ঘটনার পর রেল পুলিশ একটি জিরো এফআইআর রেজিস্টার করে পানিপথ জিআরপির কাছে পাঠায়। এই ধরনের এফআইআর যে কোনো থানায় করা যায়। পরে স্থানীয় থানায় পাঠানো হয় তদন্তের জন্য।
আরও পড়ুন
পানিপথ পুলিশ ও সোনিপত জিআরপি একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেন। আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুরো ঘটনার তদন্ত চলছে।