তৃতীয়বার গাঁটছড়া বেঁধেই ফেললেন বলিউড তারকা আমির খান? এক সাক্ষাৎকারে মুখ ফসকে সেই কথাই বলে ফেললেন নাকি অভিনেতা? জল্পনায় সিলমোহর দিয়ে অভিনেতা কিছুদিন আগেই জানিয়েছেন তাঁর ও গৌরী স্প্র্য়াটের প্রেমের কথা। এবার সেই সম্পর্ককেই এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তাঁরা? কিন্তু কবে সারলেন বিয়ে? কাক পক্ষীও টের পেল না, এতই গোপনীয়তা বজায় রাখতে সফল হয়েছেন তাঁরা? সাক্ষাৎকারে এসে কী বললেন মিস্টার পারফেকশনিস্ট?
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরকে তাঁর প্রেম জীবন নিয়ে প্রশ্ন করা হলে একেবারে অকপট জবাব দিতে শোনা যায় তাঁকে। গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস তিনি? বিয়ের সানাই কি তাহলে শীঘ্রই বাজতে চলেছে? মুখে চওড়া হাসি এনে আমির বলেন, ‘গৌরী আর আমি একে অপরকে ভীষণ সিরিয়াস এবং আমরা বেশ একে অপরের প্রতি নিবেদিত। আমরা, আসলে, আমরা পার্টনারস। আমরা একসঙ্গে, এক।’ এরপরেই তাঁর কথা শুনে সকলে হতবাক। অভিনেতা বলে চলেন, ‘বিয়ে এমন একটা বিষয়… মানে, মনে মনে আমি ইতিমধ্যেই ওঁকে বিয়ে করে ফেলেছি। ফলে আমরা এটাকে আইনি স্বীকৃতি দেব কি না সেটা একসঙ্গে থাকতে থাকতে পরবর্তীকালে সিদ্ধান্ত নেব।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
বেশ কিছুদিন ধরেই আমির ও গৌরী সম্পর্কে রয়েছেন, এবং বলাই বাহুল্য সেই সম্পর্ক ধীরে ধীরে আরও দৃঢ় হচ্ছে। আমির যদিও সেভাবে ফলাও করে প্রেম নিয়ে আলোচনা করেন না তবে গৌরীকে একাধিক পারিবারিক অনুষ্ঠান বা ফিল্ম স্ক্রিনিংয়ে অভিনেতার পাশে দেখা গিয়েছে।
কিছু দিন আগেই উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর রাজ সামানিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী অভিনেতা স্বীকার করে নেন যে ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরে আর জীবনে প্রেম আসুক চাননি তিনি। কিন্তু ভালোবাসা কি এরকম নিয়ম মেনে হয়? আমির বলেন, ‘গৌরীর সঙ্গে আলাপের আগে মনে হয়েছিল আমার বয়স হয়ে গেছে… এই বয়সে আর কাকে পাবো?’ তিনি আরও বলেন, ‘থেরাপি আমাকে এটা বুঝতে সাহায্য করেছে যে নিজেকে ভালোবাসা সবচেয়ে জরুরি। আমাকে সেরে উঠতেই হতো এবং সেই সঙ্গে মানসিক স্বাস্থ্যের উপর নজর দিতে হতো।’ গৌরীর সঙ্গে আলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওঁর সঙ্গে আমার আলাপ ভুল করে। কিন্তু তাতেই আমাদের মনের মিল হয়, বন্ধুত্ব গড়ে ওঠে… এবং তারপরে প্রেম।’
আরও পড়ুন
১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। ১৬ বছর পর দাম্পত্যে ইতি টানেন তাঁরা। তাঁদের দুই সন্তান, জুনেইদ ও আইরা। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হয় আমিরের। তাঁদের এক সন্তান, আজাদ রাও খান। এই দাম্পত্যও টেকে ১৫ বছর। আপাতত গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি তবে আইনি বিয়ে সারেন কি না তা বলবে সময়।