চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়াহাট ITI কলেজে। কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে উঠেছে একের পর এক বেলেল্লাপনার অভিযোগ।
কলেজ সূত্রে খবর, কলেজ ছুটির পরও ক্যাম্পাসে ঘোরাঘুরি করেন সঞ্জয়। অভিযোগ, মাঝরাতে কলেজে ডেকে পাঠানো হয় ছাত্রীদের। কলেজের হোস্টেলেও অনাবাসিক ছাত্রদের জোর করে ঢুকিয়ে ঘর দখল করে রাখার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কলেজ রুমেই মদের আসর, উচ্চগ্রামে গান চালিয়ে দলবদ্ধভাবে উদযাপন, ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা এবং বেশ কয়েকজন অভিভাবক বহুবার কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ, সঞ্জয়ের রাজনৈতিক প্রভাব এতটাই যে কলেজ প্রশাসন থেকেও তাঁকে আটকানোর চেষ্টা করা হয়নি।
এরই মধ্যে সোনারপুর কলেজ থেকেও উঠে এসেছে একই ধরনের অভিযোগ। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কলেজ চত্বরে এক নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টিপাচ্ছেন বছর ৪৪-এর ছাত্রনেতা প্রতীক কুমার দে। জানা গিয়েছে, তিনি লাভলি মৈত্র ঘনিষ্ঠ এবং তৃণমূল ছাত্র পরিষদের একাধিক পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধেও একসময় শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন এক প্রাক্তন কাউন্সিলর।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এইসব ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে প্রভাব বিস্তার ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা দাবি করেছে, তৃণমূল ঘনিষ্ঠ ছাত্রনেতারা কলেজ ক্যাম্পাসকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানিয়ে তুলেছেন, আর কর্তৃপক্ষ নির্লিপ্ত ভূমিকা নিচ্ছে।