মাছ প্রিয় বাঙালিদের জন্য এক নতুন মাছের নাম জানাই। ব্রহ্মপুত্রে দেখা মিলল এক নতুন প্রজাতির মাছের। মাছটির নামকরণ করা হয়েছে আসামের ডিব্রুগড়ের নামে। নাম রাখা হয়েছে ‘পেথিয়া ডিব্রুগড়েনসিস’ (Pethia dibrugarhensis)। মাছের এই নতুন প্রজাতিটি আসলে কার্পের মতোই ‘সাইপ্রিনিড’ পরিবারের সদস্য। এরা মিষ্টিজলের মাছ।
জানা গিয়েছে, ব্রহ্মপুত্র অববাহিকায় জলজ জীববৈচিত্র্যের ওপর একটি সমীক্ষার সময় এই মাছের সন্ধান পান বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই মাছটি কার্প, মিনো প্রজাতির নব প্রজন্ম হলেও বেশ কয়েকটি বিশিষ্টের কারণে অন্য প্রজাতি থেকে অনেকটাই আলাদা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
‘ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড সায়েন্টিস্ট’ (ICAR) এবং ‘কেন্দ্রীয় অভ্যন্তরীণ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে’র (CIFRI) যৌথ উদ্যোগে করা এই সমীক্ষায় অংশ নেন গুয়াহাটি এবং মণিপুর বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। দলটি জানিয়েছে, এই প্রজাতির মাছের অন্যতম বৈশিষ্ঠ হল জলের গতিবিধি এবং কম্পন অনুভব করার জন্য গায়ে থাকা একটি অসম্পূর্ণ পার্শ্বীয় রেখা। শরীরের ওপর থেকে নিচের দিকে প্রসারিত লেজের কাছে থাকা একটি কালো দাগ একে যেমন অন্যান্য মাছ থেকে ভিন্নতা প্রদান করে তেমনি আলাদা সৌন্দর্য দেয়। এ ছাড়া লেজের কাছে রয়েছে মোট ১০টি আঁশ। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল, মাছেদের অন্যতম স্পর্শেন্দ্রিয় বারবেল এই মাছে নেই ।
দলের প্রধান এবং ICAR-CIFRI-র পরিচালক বসন্তকুমার দাস জানিয়েছেন, ব্রহ্মপুত্র অববাহিকায় এখনও অনেক রহস্যময় প্রজাতি রয়েছে। প্রতিটি নতুন প্রজাতির আবিষ্কার আমাদের এই অঞ্চলের জলজ বাস্তুতন্ত্রকে আরও ভাল ভাবে বুঝতে সাহায্য করে। পরিবেশগত পরিবর্তন আসার আগে এই প্রজাতিগুলিকে চিহ্নিত করা এবং সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।’