সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামী বৃহস্পতিবার ১০ জুলাই নবান্নতে আসছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গি হামলার ঘটনার পর কাশ্মীরে পর্যটকের সংখ্যা বেশ খানিকটা কমে গিয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মূলত ভূস্বর্গে পর্যটকের নিরিখে বাঙালিদের স্থান অগ্রগণ্য। বছরভর ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে যান পশ্চিমবঙ্গের মানুষজন। পহেলগাঁও ঘটনার পর জম্মু কাশ্মীরের পর্যটনকে ত্বরান্বিত করতে এরাজ্যের পর্যটকদের উদ্বুদ্ধ করতে চান জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। আর সেই বিষয়টি ফলপ্রসু করতেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক করবেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক বিষয় তথা ইন্ডিয়া নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। বিভিন্ন বিরোধীদলকে একত্রিত হয়ে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান মমতা। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই সমস্ত বিষয় নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর