‘ডন’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। এই ঘোষণা হয়েছে বহু আগে। তবে, এ বার শোনা যাচ্ছে সেই ছবিতে থাকতে পারেন শাহরুখ খানও! এখানেই শেষ নয়, সঙ্গে নাকি দেখে যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকেও। সিনেদুনিয়ার খবর যাঁরা রাখেন তাঁদের কাছে এই খবর খানিক অবিশ্বাস্যই বটে। কী শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে?
২০১১ সালে ‘ডন ২’ ছবিতে শেষ একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এরপর তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। এবার ‘ডন ৩’ ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন রণবীর সিং। প্রধান নারী চরিত্রে নাম ঘোষণা হয়েছিল কিয়ারা আডবাণীর। কিন্তু তিনি সন্তানসম্ভবা হওয়ায় সরে এসেছেন প্রজেক্ট থেকে। এ বার এক প্রতিবেদন সূত্রে খবর, এই ছবিতে ক্যামিও করতে পারেন শাহরুখ খান। উত্তেজনার পারদ আরও খানিক বেড়ে যায় যখন শোনা যায় তাঁর সঙ্গে দেখা মিলতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকেও। যদি এই খবর সত্যিই হয় তাহলে অনুরাগীদের উচ্ছ্বাস ধরে রাখা কঠিন। কারণ এই রি-ইউনিয়ন কেউই আশা করেননি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ইন্ডিয়া টুডের প্রতিবেদন সূত্রে খবর, ‘শাহরুখ খানের চরিত্র ঢুকিয়ে নির্মাতারা বাড়তি নাটকীয়তা যোগ করতে চাইছেন। এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। যদিও শোনা যাচ্ছে ফারহান আখতার নিজে গিয়ে শাহরুখকে তাঁর চরিত্র ও তাকে ঘিরে গল্প শুনিয়ে এসেছেন। যদিও এখন কিং খান ব্যস্ত ‘কিং’ ছবির কাজে। তবে ফারহান ও শাহরুখের বন্ধুত্বের কথা মাথায় রেখেই মনে করা হচ্ছে বাদশাহ এই প্রস্তাবে রাজি হয়েছেন।’
অন্যদিকে বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন বলছে, ‘প্রিয়াঙ্কা চোপড়ারও ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।’ ওই একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০২৬ সালের জানুয়ারি থেকে শ্যুটিং শুরুর কথা ভাবছেন নির্মাতারা। এই মুহূর্তে প্রিয়াঙ্কা শ্যুটিং করছেন এসএস রাজামৌলির সঙ্গে মহেশ বাবুর বিপরীতে।
আরও পড়ুন
তবে কিয়ারা আডবাণীর স্থান কে নিচ্ছেন? আনুষ্ঠানিক ঘোষণা না হলেও গুঞ্জন বলছে কৃতি শ্যাননকে দেখা যাবে রণবীরের বিপরীতে। ৬ জুলাই রণবীরের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন কৃতি, ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে। কারণ শুভেচ্ছাবার্তার শেষে লিখেছিলেন, ‘বি.দ্র.: খুব শীঘ্রই তোমার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি!’
১৯৭৮ সালে অমিতাভ বচ্চনের হাত ধরে শুরু হয় পর্দায় ‘ডন’-এর সফর। এরপর সেই ছবির অফিসিয়াল রিমেক তৈরি শুরু করেন ফারহান আখতার। শাহরুখ খানকে ডনের চরিত্রে পর্দায় নিয়ে আসেন তিনি, তৈরি করেন দু-দুটো ছবি। এরপর ঘোষণা করা হয় তৃতীয় ছবির, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে।