টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন গত বছর বিশ্বকাপ জিতেই। সম্প্রতি টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরের আগে টেস্টকেও বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে শুধুই একদিনের ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দেশে আর কতটুকুই বা থাকেন তিনি? ভারতের প্রাক্তন অধিনায়ক এখন সপরিবারে বিলেতের মাটিতে বাস করেন। যদিও সেখানে তিনি কোথায় থাকেন তা সঠিক ভাবে জানা নেই কারও। তবে এবার কিং কোহলির ঠিকানার আভাস দিলেন তাঁরই সঙ্গে খেলা আরও এক প্রাক্তন ইংরেজ তারকা।
অনেক দিন ধরে ইংল্যান্ডেই থাকছেন অনুষ্কা এবং বিরাট। তবে তাঁর ঠিকানা লন্ডন কিনা তা নিয়ে জল্পনা ছিল। কারণ, সেই ঠিকানা নিশ্চিত ভাবে জানা নেই কারও। এর আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, ‘নটিং হিলে’ থাকেন বিরাট। এ বার সেই দাবি কার্যত নস্যাৎ করে তাঁর ‘সঠিক’ ঠিকানার ইঙ্গিত দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রট।
জাজবাত বাংলায় আরও পড়ুন
‘ক্রিকেটের মক্কা’ এবং ‘Home of Cricket’ নামে খ্যাত ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়াম লন্ডনের সেন্ট জন’স উড-এ। বিটলসের একাধিক গানের রেকর্ডিং হয়েছে সেন্ট জন’স উড-এর অ্যাবে রোডের উপর স্টুডিয়োগুলিতে। লন্ডনের অন্যতম সম্ভ্রান্ত এলাকা সেন্ট জন’স উড অনেকের কাছেই বেশ ঈর্ষার জায়গা। ট্রটের ইঙ্গিত, এই অঞ্চল বা তার কাছাকাছিই কোথাও স্ত্রী, সন্তানদের নিয়ে থাকেন বিরাট।
ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীন সম্প্রচারকারী টিভি চ্যানেলের বিশেষজ্ঞদের প্যানেলে রয়েছেন ট্রট। এখানেই কোহলিকে জাতীয় দলে ফেরানোর পক্ষে সওয়াল করতে গিয়ে বিরাটের বর্তমান ঠিকানার আভাস দিয়েছেন তিনি। বলেন, “বিরাট কি সেন্ট জন’স উড বা কাছাকাছির মধ্যেই থাকেন না? তাঁকে কি দলে ফেরার ব্যাপারে রাজি করান যেত না?” উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে লর্ডসেই। অর্থাৎ জোনাথন ট্রট কার্যত এটাই আভাস দিলেন যে সেই সময় দলের থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।