কলকাতা লিগ মানেই যেন অব্যবস্থার চূড়ান্ত। অন্যদিকে ‘দুরাবস্থা’ শব্দটিরও যেন একটি সমার্থকই হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগ। সোমবার মোহনবাগান বনাম রেলওয়ে এফসি ম্যাচে চোট পাওয়া ফুটবলার তারক হেমব্রমের চিকিৎসা নিয়ে সৃষ্টি হয়েছিল বিতর্ক। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আরও একবার সামনে চলে এল ১৮৯৮ সালে শুরু হওয়া কলকাতা লিগের বর্তমান বেহাল দশার চিত্রটা। এদিন বৃষ্টির জেরে ব্যারাকপুরের স্টেডিয়ামে নামতেই পারল না ইস্টবেঙ্গল।
আগের ম্যাচে সুরুচি সংঘের কাছে আটকে গিয়েছিল লাল হলুদ ব্রিগেড। ১-১ ড্র হয় ম্যাচটি। এই অবস্থায় বিনো জর্জের ছেলেদের কাছে মঙ্গলবার বেহালা এসএসের বিরুদ্ধে ম্যাচটি ছিল ভুল শুধরে নেওয়ার মঞ্চ। নিজেদের শক্তি এবং দুর্বলতার আরেকবার যাচাই করে নিতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জেরে শেষ পর্যন্ত শুরুই হল না ম্যাচ। আইএফএ’র তরফে একটি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, বৃষ্টির জেরে ব্যারাকপুরের স্টেডিয়ামে স্থগিত রাখা হয়েছে খেলাটি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পর পর দু’দিন অব্যবস্থার দুটি আলাদা আলাদা ছবি। ১২৭ বছরের পুরনো কলকাতা লিগের দুরবস্থার ছবিটা প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে ক্রমেই। আগের দিন এই ব্যারাকপুর স্টেডিয়ামেই মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পান রেলের প্রতিশ্রুতিমান ফুটবলার তারক হেমব্রম। তাঁর চোটের জায়গায় দুটো ছাতা দিয়ে ব্যান্ডেজ বাঁধার ছবি সামনে আসতেই একেবারে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে বাংলার ক্রীড়া মহলে। আর সেই রেশ কাটতে না কাটতেই এদিন বৃষ্টিতে স্থগিত ইস্টবেঙ্গল বনাম বেহালা এসএস ম্যাচ। এশিয়ার প্রাচীনতম প্রতিযোগিতা কলকাতা লিগ দিন কে দিন যেন মানুষের হাসির খোরাকে পরিণত হচ্ছে। যদিও আইএফএ এও জানিয়েছে যে, মঙ্গলবার খেলা ভেস্তে গেলেও পরে একদিন হবে এই ম্যাচ।