‘ক্রিকেটের ২২ গজের তুলনায় টেনিস কোর্ট অনেক বেশি কঠিন’, উইম্বলডনে দাঁড়িয়ে এ কথা কেন বললেন বিরাট?

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp সোমবার সস্ত্রীক উইম্বলডনের সেন্টার কোর্টে হাজির ছিলেন বিরাট কোহলি। দর্শকাসনে বসে ৩৮ বছর বয়সী নোভাক জোকোভিচের খেলা উপভোগ করেছেন ৩৬ বছরের টেস্ট থেকে অবসর নেওয়া বিরাট। যা নিয়ে একপ্রস্থ ঝড়ও বয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ৩৬ বছর বয়সে টেস্ট থেকে অবসর নেওয়া কোহলি কী করে বসে বসে … Continue reading ‘ক্রিকেটের ২২ গজের তুলনায় টেনিস কোর্ট অনেক বেশি কঠিন’, উইম্বলডনে দাঁড়িয়ে এ কথা কেন বললেন বিরাট?