টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। এ দিকে ভারতীয় দল যখন ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলছে, প্রাক্তন অধিনায়ক তখন সেই দেশেই রয়েছেন। এখন খেলা না থাকলে দুই সন্তানকে নিয়ে পাকাপাকিভাবে বিলেতেই বসবাস করেন বিরুষ্কা। ফলে সে দেশের নানা জায়গায় বেড়াতে যেতেও দেখা যায় তাঁদের। কর্তাগিন্নি সেই সমস্ত ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তবে এ বার এমনই একটি ছবি প্রকাশ করে নেটিজেনদের বিদ্রূপের মুখে পড়তে হল কিং কোহলিকে।
গত সোমবার নোভাক জোকোভিচের খেলা দেখতে উইম্বলডনে হাজির হয়েছিলেন বিরাট। দর্শকাসনে বসে জোকারের খেলা উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। আর এই ছবি ভাইরাল হতেই একের পর এক বিদ্রূপ ধেয়ে এসেছে ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের দিকে। নেটাগরিকরা প্রশ্ন তুলেছেন, ৩৬ বছর বয়সে টেস্ট থেকে অবসর নেওয়া বিরাট কী করে গ্যালারিতে বসে একজন ৩৮ বছর বয়সী তারকার খেলা দেখতে পারেন?
জাজবাত বাংলায় আরও পড়ুন
সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচের বয়স এই মুহূর্তে ৩৮। সোমবার ঘাসের কোর্টে তিনি হারিয়েছেন অ্যালেক্স দিমিনিউরকে। ম্যাচ শেষে জোকোভিচের ভূয়সী প্রশংসা করে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন বিরাট। লেখেন, “একটি দুর্দান্ত ম্যাচ। তবে যোদ্ধারা তো এভাবেই খেলেন।” এই ছবি ভাইরাল হতে সময় নেয়নি। তারপরই বয়ে গিয়েছে ট্রোলের বন্যা। কেউ কেউ লেখেন, “একজন ৩৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত তারকা গ্যালারিতে বসে ৩৮ বছর বয়সী খেলোয়াড়ের খেলা দেখছে। সত্যিই সময় কীভাবে বদলে যায়!” আরেকজন লিখেছেন, “বিরাট বসে বসে উইম্বলডন দেখছেন এটা মেনে নেওয়া সত্যিই যন্ত্রণার। এখন তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার কথা। আর সেটা আমরা বসে বসে দেখতাম।”
সব মিলিয়ে টেস্ট থেকে বিদায় নিয়ে বিরাটের এ হেন অবসর যাপন মেনে নিতে পারছেন না কেউই। কিছুদিন আগেই আইপিএল জিতে একটি কথা বলেছিলেন বিরাট। মাঠের মধ্যেই সাক্ষাৎকার দিতে গিয়ে জানান, খেলার প্রতি এখনও তিনি এতটাই প্যাশনেট যে আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার কথা ভাবতেই পারেন না। তাই ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের সময়ও পুরো ২০ ওভার মাঠে থাকতে চান। সেই কোহলিকেই এ বার এ ধরণের উপহাসের মুখে পড়তে হল। সত্যিই সময় কীভাবে বদলে যায়!
