ফের প্রতিবাদ কর্মসূচির ডাক ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্টে’র। গত ৮ অগাস্ট আরজি কর হাসপাতালেই কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে। সামনেই আরও একটা অগাস্ট। বছর ঘুরেছে। কিন্তু মেয়ের বিচার পেতে আজও আদালতের দরজায় কড়া নাড়ছেন বাবা-মা। চাইছেন বিচার। আর একই দাবিতে আগামী ৮ অগাস্ট রাতভর প্রতিবাদ কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের। আজ মঙ্গলবার এমনটাই কর্মসূচির ঘোষণা করা হয়েছে ফ্রন্টের তরফে।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৮ অগাস্ট সারারাত পথে থাকব। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্টে’র ঘোষণা অনুযায়ী, রাত ১২ টার পর থেকে ভোর ৪ টে পর্যন্ত প্রতিবাদ হবে। হবে মশাল মিছিল। শুধু কলকাতাতেই নয়, বাংলার সর্বত্র এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চান চিকিৎসকরা। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদার জানিয়েছেন, আগামী ৮ অগাস্ট আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনার এক বছর। সেদিন ফের রাত জাগবে শহর কলকাতা।
দেবাশিস জানিয়েছেন, গত বছর ৮ অগাস্ট হাসপাতালের মধ্যে ঘটনাটি ঘটে রাত ১২টা থেকে ভোর ৪টের মধ্যে। ঘটনার এক বছরের মাথায় রাত ১২ টায় শ্যামবাজারে জমায়েতের ডাক। এরপর শ্যামবাজার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিল করা হবে বলেও জানিয়েছেন দেবাশিস হালদার। এই কর্মসূচিতে সমস্ত মানুষ যাতে যোগ দেন সেই আবেদনও জানানো হয়েছে। শুধু ৮ অগাস্ট রাতেই নয়, ৯ অগাস্টও একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ডক্টরস’ ফ্রন্টে’র তরফে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ঘোষণা অনুযায়ী, সেদিন অর্থাৎ ৯ অগাস্ট রাখি বন্ধন কর্মসূচি পালন করা হবে। এরপর বিকেলে আরজি কর হাসপাতালে জমায়েত করা হবে। দেবাশিস জানিয়েছেন, হাসপাতালে ‘ক্রাই অফ আওয়ার’ এর সামনে এই জমায়েত করা হবে। তাঁর কথায়, এখনও বহু কলেজে থ্রেট কালচার আছে। তার বিরুদ্ধেই ওই জমায়েত থেকে আওয়াজ তোলা হবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্টে’র তরফে এহেন প্রতিবাদ কর্মসূচি ঘোষণার পাশাপাশি চিকিৎসকরা বলেন, সেদিনের রাত এখনও আমরা কেউ ভুলিনি। আগামিদিনেও ভুলব না।
তাৎপর্যপূর্ণভাবে আগামী ৯ অগাস্ট শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। দলীয় পতাকা সরিয়ে সবাইকে ওই অভিযানে শামিল হওয়ার কথা বলেছেন। ইতিমধ্যে অভয়ার বাবা-মাকেও থাকার কথা জানিয়ে এসেছেন। যা খবর, তাঁরা সেদিন নবান্ন অভিযানে যোগ দেবেন। তবে জুনিয়র চিকিৎসকরা বিরোধী দলনেতার ডাকা নবান্ন অভিযানে যোগ দেবেন বলেই জানিয়েছেন। দেবাশিস হালদার জানিয়েছেন, দলীয় পতাকা না থাকলেও রাজনৈতিক কর্মসূচি। এই বিষয়ে কথা বলতে গিয়ে সিবিআইকেও আক্রমণ শানান। দেবাশিস বলেন, এখনও অতিরিক্ত চার্জশিট সিবিআই জমা দিতে পারিনি। এর দায় শুভেন্দু অধিকারীদেরও নিতে হবে বলে তোপ